পাঁচ মিনিটের মধ্যে এবার সবাইকে আসতে দেখা গেল।
অরা, নীরাকে বলল,
-"আচ্ছা, তুই যে বলতেছিস নীলা বিপদে পড়ছে। নীলাকে একটা ফোন দেই, তাহলেই ব্যাপারটা পরিস্কার হবে।"সবাই বললো,
-"হ্যাঁ, দে।"তারপর কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশে নীলার মায়ের গলার আওয়াজ পাওয়া গেল।
-"হ্যালো আন্টি... আমি অরা বলছিলাম। নীলাকে দেওয়া যাবে?"
ওপাশ থেকে নীলার মা বললেন,
-"নীলা তো স্কুলে গেছে, তুমি স্কুলে যাওনি?"এবার অরার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বলল,
-"জ্বি আন্টি। আমি স্কুলে যাইনি। তাহলে নীলার সাথে পরে কথা হবে, রাখি।"নীরা চিন্তিত স্বরে বলল,
-"আমি বলেছিলাম.... নীলা বিপদে পড়েছে। ও কিডন্যাপ হয়েছে।"ইরা বলল,
-"তুই কি করে বুঝলি?"নীরা উত্তেজিত হয়ে বলল,
-"সেটা বলার সময় এখন আমাদের হাতে নেই। শুধু এটাই বলব আমাদের জন্য আমাদের বন্ধু বিপদে পড়েছে। ওকে আমাদেরই উদ্ধার করতে হবে।"মীরা বলল,
-"কিন্তু কোথায় যাবি এখন? সেটা অন্তত বল!"-"পিলারটার কাছে। ওটার সত্যতা যাচাই করতে হবে।"নীরা চিন্তিতমুখে বলল।
এমন সময় মিতুল দৌড়াতে দৌড়াতে বলল,
-"আপি, আমিও তোমাদের সাথে আসছি।"চলবে...
VOCÊ ESTÁ LENDO
দ্য এরা অফ্ লারা'স (𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 ✔︎)
Ficção Adolescenteনীলার পাঠানো মেসেজটা পড়ে থতমত খেয়ে যায় নীরা। জানালা দিয়ে বাইরে তাকায়। কেউ নেই। মাথা ঝিমঝিম করে ওঠে তার। ভাবে তাহলে কি এটা সত্যি যে নীলা ভবিষ্যৎ দেখতে পায় আর যা দেখেই সে নীরাকে মেসেজ পাঠায়। ...