৩৩. কিডন্যাপ

144 39 6
                                    

পাঁচ মিনিটের মধ্যে এবার সবাইকে আসতে দেখা গেল।

অরা, নীরাকে বলল,
-"আচ্ছা, তুই যে বলতেছিস নীলা বিপদে পড়ছে। নীলাকে একটা ফোন দেই, তাহলেই ব্যাপারটা পরিস্কার হবে।"

সবাই বললো,
-"হ্যাঁ, দে।"

তারপর কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশে নীলার মায়ের গলার আওয়াজ পাওয়া গেল।

-"হ্যালো আন্টি... আমি অরা বলছিলাম। নীলাকে দেওয়া যাবে?"

ওপাশ থেকে নীলার মা বললেন,
-"নীলা তো স্কুলে গেছে, তুমি স্কুলে যাওনি?"

এবার অরার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বলল,
-"জ্বি আন্টি। আমি স্কুলে যাইনি। তাহলে নীলার সাথে পরে কথা হবে, রাখি।"

নীরা চিন্তিত স্বরে বলল,
-"আমি বলেছিলাম.... নীলা বিপদে পড়েছে। ও কিডন্যাপ হয়েছে।"

ইরা বলল,
-"তুই কি করে বুঝলি?"

নীরা উত্তেজিত হয়ে বলল,
-"সেটা বলার সময় এখন আমাদের হাতে নেই। শুধু এটাই বলব আমাদের জন্য আমাদের বন্ধু বিপদে পড়েছে। ওকে আমাদেরই উদ্ধার করতে হবে।"

মীরা বলল,
-"কিন্তু কোথায় যাবি এখন? সেটা অন্তত বল!"

-"পিলারটার কাছে। ওটার সত্যতা যাচাই করতে হবে।"নীরা চিন্তিতমুখে বলল।

এমন সময় মিতুল দৌড়াতে দৌড়াতে বলল,
-"আপি, আমিও তোমাদের সাথে আসছি।"

চলবে...

দ্য এরা অফ্ লারা'স (𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 ✔︎)Onde histórias criam vida. Descubra agora