১৩. বন্ধুত্ব পুনরুদ্ধার

258 54 33
                                    


স্কুল ছুটি হয়ে গেছে। চার বন্ধু ঘন্টা পড়ার সাথে সাথেই বের হয়ে গেল নীরার বাসার উদ্দেশ্যে।

-"এই তুই পিছন থেকে আমার পায়ে লাথি দিচ্ছিস কেন?"অরা মীরার উদ্দেশ্য চেঁচিয়ে উঠলো।

-"কই লাথি দিচ্ছি?"

-"তুই লাথি না দিলে কে দিচ্ছে। আমার পিছনে কি আর কেউ আছে?"

-"আজব... এই ছোট রাস্তা চারজন হাঁটা যায় না বলে আমি পিছে হাঁটতেছি। একারণে আমার পায়ের সাথে হয়তো তোর পা ধাক্কা লেগে গেছে। একে কি লাথি বলে নাকি?"

-"নাথি না বললে কি বলে এটাকে?"

-"এই তুই এত লাথি লাথি করতেছিস কেন? এখন কিন্তু সত্যি তোকে লাথি দিব?"
বলেই মীরা, অরার পায়ে জোরে লাথি দেয়।
আর তারপর অরা, মীরার পায়ে লাথি মারল। এরপর দু'জনের মধ্যে মারামারি শুরু হয়ে গেল।

এমন সময় ইরা বলল,
-"এই তোরা থাম! ঐ মেয়েটাকে দেখ! নীরা না?"

মীরা, অরা মারামারি বন্ধ করলো। মীরা বলল,
-"হ্যাঁ, নীরাই তো। ঐ ব্যাগটা তো নীরারই।"

কায়রা বলল,
-"চল, ওকে ধরি!"

তারপর সবাই মিলে দৌড় দিল। দৌড়ের মাঝেই ওরা 'নীরা' বলে চিৎকার দিল।

নীরা ওদের কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালো। পিছনে ঘুরলো। আর দেখলো ওর বন্ধুরা দৌড়ে আসছে ওর দিকে। আর অরা-মীরার থেকে ওর দূরত্ব মাত্র তিন হাত। আর ওদের গতি খুবই দ্রুত।

ধপাস!

কিছু বুঝে ওঠার আগেই নীরা লক্ষ্য করল ও মাটিতে পড়ে আছে। আর ওর উপর মীরা আর অরা।

তারপর ইরা আর কায়রা ওদের তিনজনকে ধরে উঠালো। তারপর ইরা ধমকের সুরে মীরা-অরাকে বলল,
-"এই, এত জোরে তোদের দৌড়াতে কে বলেছে?"

কায়রা বলল,
-"তোদের দেখে মনে হচ্ছিল নীরা একটা খাবার। আর তোরা সাত দিনের অভুক্ত প্রাণী, প্রতিযোগিতা করছিস কে আগে খাবারটা ধরতে পারবে।"
কায়রার কথা শুনে মীরা আর অরা হিংস্র চোখে ওর দিকে তাকাল।

দ্য এরা অফ্ লারা'স (𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 ✔︎)Où les histoires vivent. Découvrez maintenant