-"এই দেখছিস! কালকে নীলার কথামত একটা বাচ্চা মেয়ের বস্তাবন্দি লাশ পাওয়া গেছে।" লাফাতে লাফাতে ইরা এসে নীরা কে বলল।
-"হ্যাঁ, দেখছি..." মলিনভাবে জবাব দিল নীরা।
-"কিন্তু অরা আজকে স্কুলে আসতে এত লেট করতেছে কেন?"কায়রা বিরক্তিভরা মুখ নিয়ে বলল।
ধমকের সুরে মীরা বলল,
-"ও কোন দিন স্কুলে তাড়াতাড়ি আসছে?"-"ঐতো নীলা আসছে।"উৎফুল্ল ভঙ্গিতে কায়রা বলল।
মীরা ভ্রু কুঁচকিয়ে বলল,
-"আচ্ছা, যে কেউ স্কুলে আসলে তুই এত খুশি হস কেন?"-"কেন নীলা আমাদের ফ্রেন্ড না... ও স্কুলে আসলে তো খুশি হবই।"
-"শুধু নীলা না তুই সবার ক্ষেত্রেই এমন করস।"
-"হ্যাঁ করি, তাতে কি হইছে?"
-"অনেক কিছুই হইছে... তুই যে এত জোরে চিল্লাস এতে আমার কানের পর্দার কত ক্ষতি হয়, তুই সেটা জানোস?"
-"ও বুঝছি, আজকে অরা নাই তো, তাই আমার পিছে লাগছস।"
ইরা হেসে বলল,
-"হ্যাঁ ঠিক বলছিস... আজকে অরা নাই তো তাই তোর পিছে লাগছে।"নীলা ওদের কান্ড দেখে হেসে ফেলল। নীরা মনে মনে ভাবলো, যাক মেয়েটা কে সবাই মেনে নিতে পেরেছে।
এসেই নীলা বললো,
-"একটা গুড নিউজ আছে!"-"গুড নিউজ! কী?" মীরা অবাক হয়ে জিজ্ঞেস করলো।
নীলা তার সিটে বসে বললো,
-"অরা এসে নিক। তারপরে একবারে বলবো।ইরা বলল,
-"অরা কে না জানি আমি কবে খুন করে বসি। একটা মেয়ে এতটা অলস হতে পারে কি করে?"তারপর সবাই একসাথে অরার অপেক্ষায় বসে রইল।
চলবে...
VOUS LISEZ
দ্য এরা অফ্ লারা'স (𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 ✔︎)
Roman pour Adolescentsনীলার পাঠানো মেসেজটা পড়ে থতমত খেয়ে যায় নীরা। জানালা দিয়ে বাইরে তাকায়। কেউ নেই। মাথা ঝিমঝিম করে ওঠে তার। ভাবে তাহলে কি এটা সত্যি যে নীলা ভবিষ্যৎ দেখতে পায় আর যা দেখেই সে নীরাকে মেসেজ পাঠায়। ...