-"দুই পিরিয়ড চলে গেল। অরা আর আসলো না, দেখলি?" ইরা চেঁচিয়ে বলল।
মীরা বেঞ্চে ঘুসি মেরে বলল,
-"হ্যাঁ! এই মেয়েটাকে আজ আমি খুন করবোই।"তারপর নীরা, নীলা কে বলল,
-"তুই এবার বল, গুড নিউজটা কী?"সবাই একসাথে বলল,
-"হ্যাঁ! বল, বল।"নীলা যেই বলতে যাবে, ঠিক তখনই দেখল অরা মনমরা হয়ে, ধীরগতিতে, কাঁধে ব্যাগ নিয়ে আসছে।
কায়রা বলল,
-"আচ্ছা, আমি কী চোখে ভুল দেখতেছি? কে আসতেছে এটা?"নীরা বলল,
-"আমিও মনে হয় চোখে ভুল দেখতেছি।"ইরা বলল,
-"না, তোরা ভুল দেখতেছিস না। মনে হয় ও শাস্তি পাইছে।"সবাই একসাথে মাথা নাড়লো।
নীলা হাফ ছেড়ে বলল,
-"ভাগ্যিস, এখনো থার্ড পিরিয়ডের টিচার আসে নাই। নাহলে ক্লাসেও শাস্তি ভোগ করতো।"অরা এসে বেঞ্চে বসলেই সবাই ওর উপর ঝাঁপিয়ে পড়ে।
সবাই হাসতে হাসতে বলে,
-"বল না, আজকে কী হইছে? তুই, কী শাস্তি পাইছিস?"অরা মুখ সিঁটকে বলে,
-"কী ফ্রেন্ড! আমি শাস্তি পাইছি বলে কী খুশি!"সবাই অনুরোধের সুরে বলে,
-"প্লিজ বল না, বল না।"অরা ক্ষিপ্ত হয়ে বলে,
-"কান্দিস না। বলতেছি.."সবাই উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকায়।
অরা বলতে থাকে,
-"আমি যথারীতি পূর্বের দিনগুলোর মতো লেট লাইনে গিয়ে দাঁড়াইছি। একটা বাচ্চা ক্লাসের ভলান্টিয়ার আমার কাছে এসে বলে, 'আপু, তোমার নাম কি অরা?' আমি বললাম, 'হ্যাঁ!'ও বলল পিটি আপা নাকি আমাকে ডাকতেছে। তো আমি গেলাম। আপা বলল আমি নাকি টানা এক বছর ধরে লেট লাইনে দাড়াইছি। এ কারণে আমার শাস্তি হবে।"অরার কথার মাঝখানে থামিয়ে ইরা বলল,
-"তুই তো টানা এক বছর স্কুলেই আসিস নাই। এর মধ্যে অন্তত ছয় মাস তুই আবসেন্ট ছিলি।"অরা হাতে কিল দিয়ে বলল,
-"সেটাই তো, সেটাই তো আপাকে বললাম।"নীরা বললো,
-"তুই আবার আপাকে এটা বলছিসও।"অরা বলল,
-"হ্যাঁ, বলবো না কেন? মিথ্যা অপরাধে কেন আমি শাস্তি পাব? কিন্তু আপা শুনতেই চাইলো না। তারপর দুই ঘন্টা আমাকে ব্যাগ মাথায় নিয়ে দাঁড়ায় থাকতে হলো।"মীরা বলল,
-"হ্যাঁ! এই শাস্তিটা ঠিক হলো না"অরা বলল,
-"এই হচ্ছে আমার আসল ফ্রেন্ড।"মীরা বলল,
-"ঠিক হলো না কারণ তোকে আরও বড় শাস্তি দেওয়া উচিত ছিল। তুই শুধু গত এক বছর না, গত আট বছর টানা লেট লাইনে দাঁড়াইছিস। নোবেল প্রাইজের বিপরীত প্রাইজ তোর প্রাপ্য।"অরা ক্ষেপে গেল,
-"কী বললি? তোর এত বড় সাহস!"তারপর ওরা আবার মারপিট, ধস্তাধস্তি শুরু করে দিল। আর কায়রা অস্ফুট স্বরে বলল,
-"যাক বাঁচা গেল!"চলবে...
ESTÁS LEYENDO
দ্য এরা অফ্ লারা'স (𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 ✔︎)
Novela Juvenilনীলার পাঠানো মেসেজটা পড়ে থতমত খেয়ে যায় নীরা। জানালা দিয়ে বাইরে তাকায়। কেউ নেই। মাথা ঝিমঝিম করে ওঠে তার। ভাবে তাহলে কি এটা সত্যি যে নীলা ভবিষ্যৎ দেখতে পায় আর যা দেখেই সে নীরাকে মেসেজ পাঠায়। ...