-"হেনা,অন্তিকা আর তিনা কে? স্ট্যান্ড আপ।"হাসান স্যার শ্যেন দৃষ্টিতে ক্লাসরুমে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন।
হেনা, অন্তিকা এবং তিনা উঠে দাঁড়ালো। হাসান স্যার বললেন,
-"এসব কি শুনছি তোমাদের নামে। আমাকে আর কত অভিযোগ শুনতে হবে তোমাদের নামে?ছিঃ আমি ভাবতেও পারিনা, আমার ক্লাসের মেয়ে হয়ে তোমরা নতুন আগত মেয়ের সাথে খারাপ আচরণ করেছ। তোমাদের উচিত ছিল তার প্রতি সহানুভূতি দেখানো। নিজ বিভাগ ত্যাগ করে, স্কুল আর বন্ধুদের ত্যাগ করে যে মেয়েটা তোমাদের কাছে এসেছে তার প্রতি তোমাদের এই আচরণ! ছিঃ"অন্তিকা ক্ষীণ স্বরে বলে,
-"স্যরি, স্যার।"
-"স্যরি! এই শব্দটা আর কয়বার বলবে? আজকে ছুটির পর তোমরা নিচে অপেক্ষা করবে। প্রিন্সিপাল আপা তোমাদের সাথে ছুটির পর কথা বলবেন।"
বলেই স্যার ক্লাস রুম থেকে চলে গেলেন।কায়রা পিছনে ঘুরে নীরাকে বলল,
-"নীরা, তুই সত্যিই ওদের নামে বিচার দিছিস?"
-"হ্যাঁ, দিছি তো।"
ইরা অবাক হয়ে বলল,
-"কখন দিলি?"
-"কালকে ছুটির পরই তো দিলাম।"
ইরা বলল,
-"ও, এজন্যই তুই ছুটির পরে আমাদের দাঁড়াতে বলছিস?"
-"হ্যাঁ!"নীরা হাসতে হাসতে জবাব দিল।এতক্ষণে নীরার পাশে বসা নীলা মুখ খুলল,
-"আমার জন্য তোমরা এত ঝামেলা করতে গেলে কেন?"
-"আরে না। এগুলো কোন ব্যাপার না।"নীরার তাৎক্ষণিক উত্তর।মীরা আর অরা পিছনে মুখ গম্ভীর করে বসে আছে। নীলার উপস্থিতি ওদের পছন্দ হয়নি। কারণ ওরা আগের মত আর ফাজলামো করতে পারছেনা।ভেবেচিন্তে ফাজলামো করতে হচ্ছে। বেচারা!
চলবে...
VOUS LISEZ
দ্য এরা অফ্ লারা'স (𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 ✔︎)
Roman pour Adolescentsনীলার পাঠানো মেসেজটা পড়ে থতমত খেয়ে যায় নীরা। জানালা দিয়ে বাইরে তাকায়। কেউ নেই। মাথা ঝিমঝিম করে ওঠে তার। ভাবে তাহলে কি এটা সত্যি যে নীলা ভবিষ্যৎ দেখতে পায় আর যা দেখেই সে নীরাকে মেসেজ পাঠায়। ...