উফ ব্যাক গ্রাউন্ডটা হট কিন্তু। অহ হ্যা আমাকে পিন্টেরেস্টে ৫ জন ফলো করে (জানিনা কেন) । তাদের মধ্যে জাংকুক একজন। কি বিশ্বাস হয়না? আমার কাছে প্রমাণ আছে এই দেখ
হলো বিশ্বাস?
যাই হোক গপ্লে ফিরি। না। নাআআআআ। গপ্ল না গল্প। যাই হোক চলো গল্পে ফিরি।
এরপরের ঘটনা অনেক সংক্ষিপ্ত। মামাবাবুর মারা যাওয়ার পরে ৫/৬ মাসের বেশি মামি বেচে থাকতে পারেননি। আত্মহত্যা করেছে। আর এর কারণ হলো হ্যালুসিনেশন। কিন্তু কি নিয়ে যে হ্যালুসিনেশন করে এই কাজ করল তার উত্তর তার পুত্রদ্বয়ও দিতে পারেনি। কিন্তু একজন পেরেছিল। না একজন বললে ভুল হবে। আসলে ৩ জন জানত।
১। কিম তেই হিয়াং
২। মিসেস কিমআর ৩। কিম মিনজি।
শেষ মেষ মোনালিসা, মামা আর মামির মৃত্যু অনেকের কাছে রহস্য। ব্যাপারটা খোলোসা করে দেই। তেই ওর ড্রয়ারের সিরিঞ্জে আঙ্গুলের ছাপে বুঝেছিল জাংকুককে মেরে ফেলেছে মোনালিসা। কিন্তু মোনালিসার একার পক্ষে সাহস করে একজন মানুষকে মেরে ফেলা সম্ভব নয়। এরপরে ব্যাপারটা খতিয়ে দেখতে সে মুলত মোনালিসাকেই ব্যাবহার করে। তার ঘরের ৩য় তলার গোপন কুঠুরিতে তিলে তিলে তৈরী করা তার নিজের ঔষধ "নেজ্যাগ " ব্যাবহার করে মোনালিসার কাছ থেকে কথা বের করে। কাজটা খুব কঠিন না হলেও খুব সহজ ছিল না। তবে এক্ষেত্রে বিশেষ ধন্যবাদ অফিসার পার্কের বোবা মেয়েকে। তার অপারেশনের আর্জেন্সিকে নিজের মোক্ষম অস্ত্র হিসেবে ব্যাবহার করে সে।
YOU ARE READING
শোধ বোধ
Fanfictionআসসালামুয়ালায়কুম আরেকটা বাংলা তেইকুক ফফ নিয়ে আমি হাজির । এটা অনেক আগের একটা আইডিয়া আমার। এটা ভালো লাগবে কিনা নিশ্চিত না কিন্তু মন্দ হবেনা। আর যেহুতু এটা ছোটো বেলার একটা আইডিয়া সো কোনো অংশ খারাপ লাগলে কমেন্টে জানাবেন প্লিজ । এখানে ২ টা খুন আছে। এক...