Part - 36

164 7 1
                                    

36/"তুই কি চাস বল ? তুই যা বলবি তাই হবে ... "
অঞ্জনাকে প্রশ্ন করে অভীক । মেঘলা ওর দিকে তাকিয়ে আছে । অঞ্জনা মৃদুস্বরে বলে "আমি আর কিছু চাই না , যা হয়েছে আমার বোকামির জন্য হয়েছে । আমি ওকে সুযোগ দিয়েছি বলে ও সুযোগ নিতে পেরেছে । ওর সাথে সম্পর্কেও থাকতে চায়না আমি । ওর সাথে কথা বলে আমি মিটিয়ে নেবো । আমি চাইনা তোমরা এই ঝামেলার মধ্যে জড়াও, তাছাড়া আমার বাবা মা যদি জানতে পারে এই ব্যাপারটা ওরা কিছুতেই মেনে নিতে পারবে না ওরা হয়তো লজ্জায় ঘেন্নায় আমাকেও বাড়ি থেকে বের করে দেবে , আমি এই ব্যাপারটা এখানেই শেষ করে দিতে চাই । আর ঝামেলা বাড়াতে চাইনা অভীক দা । "
অভীক ভ্রু কুঞ্চিত করে বলে "তাই বলে তুই জানোয়ারটাকে ছেড়ে দিবি , আমার তো শুনেই রাগে রক্ত গরম হয়ে যাচ্ছে । "
অঞ্জনা বলে "কি করবো বলো , ভুল তো আমি করেছি । আমাকে মেনে নিতে হবে । তোমাদের কথা না শোনার শাস্তি পেয়েছি । আমি সত্যিই আর কিছু চাইনা । "
অভীক দীর্ঘশ্বাস ফেলে বলে "তুইই যখন চাস না তখন আমিই বা আর কি করতে পারবো । তবে আমি একটা কথা বলি তোকে অঞ্জনা , ওই ছেলের সাথে জীবন কাটানো সম্ভব না । ইউ ডিজার্ভ বেটার ... "
অঞ্জনা মাথা নেড়ে বলে "আমিও খুব তারাতারি বেরিয়ে আসবো এই সম্পর্কটা থেকে । এ একটা কথা বলবো তোমাদের .. ?"
মেঘলা আর অভীক একসাথে বলে "হ্যাঁ বল না... "
অঞ্জনা আমতা আমতা করতে করতে বলে "আমার শরীরের না অবস্থা এই সময় বাড়ি গেলে বাবা মা সন্দেহ করবে । মাকে বলেছি গ্রুপ প্রজেক্ট এর জন্য এখন কিছুদিন বন্ধুদের মেসেেই থাকবো ... আমি কি কিছুদিন তোমাদের এই ফাঁকা রুমটাই .... আ আমি প্রমিস করছি আমি সারাদিন ঘরেই থাকবো, অকারণে বেরোবো না । তোমাদের প্রাইভেসিও ইন্টারফেয়ার করবো মা । সারাদিন ক্যাম্পাসেই থাকবো , শুধু রাতটুকু কাটানোর জন্য কদিন এর জন্য একটু জায়গা দেবে আমায় ? "
অভীক বলে "আরে এতে এত সংকোচবোধ এর কি আছে ? ফাঁকায় তো থাকে ঘরটা , তুই বেশ কিছুদিন তোর মত করে থাকতে পারিস ... আমি বাড়িতে না থাকলে মেঘাও সঙ্গহীন হয় পরে । তুই কদিন থাকলে ওর ও ভালো লাগবে । টেক ইট ইজি ... You can stay as long as you want, dont worry... কি বলিস মেঘা.. "
অঞ্জনার কথা শুনে মেঘলার মুখটা চুপসে গিয়েছিল । অভীক ওর দিকে তাকালে জোর করে হেসে বলে "হ্যাঁ অবশ্যই... "
অঞ্জনা মৃদু হেসে বলে "থ্যাঙ্ক ইউ... "।
মেঘলার মুখ দেখে অভীক বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে , যেটা মেঘলার পছন্দ হয়নি ।

প্রেমিকা Where stories live. Discover now