হিজিবিজি (কল্প দৃশ্য)

2K 73 4
                                    

-আমি গেলাম ।

আমার কন্ঠস্বর শুনে সুপ্তি রান্না ঘর থেকে দৌড়ে বের হয়ে এল । আমার দিকে তাকিয়ে বলল

-গেলাম মানে ? খাবে না ?

-তোমাকে বলেছিলাম না আজকে আমার একটু তাড়াতাড়ি যেতে হবে ।

-না খেয়ে কোথায়ও যেতে না ।

-আরে বাবা দেরি করলে চাকরি চলে যাবে !

-চলে যাক । সমস্যা নেই । না খেয়ে কোথাও যেতে হবে না !

-প্লিজ !

-কোন প্লিজ না ! রান্না হয়ে গেছে । খেয়ে তারপর যাবা ।

-আরে বাবা ....

সুপ্তি আমার দিকে কিছুটা সময় তাকিয়ে থেকে বলল

-যদি এখন না খেয়ে চলে যাও তাহলে কিন্তু আমি জানলা দিয়ে সব কিছু ফেলে দেব ! তুমি আমাকে চেনো !

আমি সুপ্তিকে এই কদিনেই খুব ভাল করেই চিনেছি । তাই আর কথা বাড়ালাম না । বললাম

-জলদি আনো । আজকে তুমি আমাকে বকা শুনিয়েই ছাড়বে !

সুপ্তির মুখে হাসি ফুটলো । আমি খাবার টেবিলের উপরে বসতে বসতেই দেখি ধোয়া ওঠা রাইস বোল নিয়ে সুপ্তি হাজির । বোলের দিকে তাকিয়েই আমার মনটা ভাল হয়ে গেল । ভুনা খিচুরি দেখা যাচ্ছে । আমার সব থেকে পছন্দের খাবার । এতো সকালে সুপ্তি এটা রান্না করলো কিভাবে ?

আমি ওর দিকে তাকাতেই ওর চোখে একটা হাসি দেখতে পেলাম না । হাসিটা আমার চেনা । আমাকে যখন ও খুশি করে কিংবা আমি যখন ওর কোন কাজে খুশি হই তখন আমার দিকে তাকিয়েই ও সেটা বুঝিয়ে দেয় যে দেখেছো তো মিস্টার তোমাকে খুশি করতে আমি কত কিছুই না করি ।

আমি কিছু জানতে চাওয়ার আগেই সুপ্তি বলল

-কাল রাতে সব রেডি করে রেখেছিলাম ।

আমি বললাম

-এতো ঝামেলা করতে যাও কেন ? এতো কষ্ট তো চাকরি কর আবার আমার জন্য রান্না কর ঘর সামলাও । এতো কিছুর তো দরকার নেই ।

সুপ্তি বলল

-দরকার আছে কি নেই সেটা আমি বুঝবো । সেটা তোমাকে বুঝতে হবে না । ঠিক আছে ?

ভালবাসার অনু-গল্প সমগ্রWhere stories live. Discover now