মিতু এবং একটি ডাহুক পাখি

1K 23 6
                                    

গেট দিয়ে বের দাঁড়িয়ে পড়লাম কিছু সময়। কোন দিকে যাবো ভাবছি এমন সময় মিতুর দিকে চোখ পড়লো। বড় গাছের গুড়ির উপর বসে মোবাইল টিপছে। মুখটা একটু মলিন ঠেকছে। আমি ওকে বাড়ি চলে যেতে বলেছিলাম। সেটা না করে ও বসেই আছে।

আজকে একটা চাকরির পরীক্ষা ছিল। এমন পরীক্ষা গুলো আমি একা একাই দিতে যাই। তখন দেখি পরীক্ষার হলের পরীক্ষার্থীদের সাথে আরও অনেকে আসে। বাবা আসে, মা আসে স্বামীরাও আসে বউদের পৌছে দিতে৷ স্ত্রী কিংবা প্রেমিকারাও মাঝে মাঝে আসে সাথে। আমার সাথে এরকম কোনদিন হয় নি। জীবনে যত পরীক্ষা দিতে গিয়েছি সব একা একা গিয়ে হাজির হয়েছি। মাঝে মাঝে ইচ্ছে হত কেউ যদি এমন আসতো সাথে, হয়তো ভাল লাগতো মনে।

গতদিন পরীক্ষার কেন্দ্রের কথা শুনতেই মিতু বলল ও আসতে চায়। কেন্দ্রটা ওদের বাসার কাছেই। বেশি সময় লাগবে না ওর আসতে৷ সকালবেলা ঠিক সময়ে হাজির হয়। তারপর কেন্দ্রে প্রশের আগ পর্যন্ত আমরা এক সাথে গল্প করি, গেট দিয়ে প্রবেশের সময় ওকে বলি এতো সময় অপেক্ষা করতে হবে না। ও যেন বাড়ি চলে যায়। আমি বিকেলবেলা দেখা করবো ওর সাথে৷ কিন্তু এই মেয়ে আর বাসায় যায় নি। এখানেই বসে রয়েছে আমার জন্য।

আমি সামনে গিয়ে দাড়াতেই মিতু মুখ তুলে তাকালো। তারপর হাসলো মিষ্টি করে। বলল, পরীক্ষা কেমন হল?
-হয়েছে এক রকম। আর চাকরি হলেই কি বা না হলেই কি!
মিতু কিছু বলতে গিয়েও বলল না। আমি বললাম, তুমি বাসায় যাও নি?
মিতু বলল, বাসায় চলে যাচ্ছিলাম তখন হঠাৎ আকাশেত দিকে চোখ গেল৷ কেন জানি মনে হল আজকে বৃষ্টি আসবে। তাই আর যাই নি।
আকাশের দিকে তাকিয়ে মনে হল সত্যিই আজ বৃষ্টি আসবে। মিতু বলল, চল হাটি। আজকে তোমার সাথে বৃষ্টিতে ভিজবো।
আমি বললাম, হাত ধরে?
মিতু খানিকটা হেসে বলল, হাত ধরতে চাও?
আমি উত্তর দিলাম না। পরীক্ষা কেন্দ্র থেকে ডান দিকে হাটতে লাগলাম এক সাথে।

সঠিক ভাবে বলতে গেলে মিতু আমার প্রেমিকা না। আমি ওকে অসম্ভব পছন্দ করি, হয়তো মিতুও তাই। কিন্তু প্রেমিক প্রেমিকা বলতে যা বোঝায় আসলে সেই সম্পর্ক আমাদের মাঝে নেই৷
আমাদের একে অন্যের সাথে কথা বলতে ভাল লাগে, এক সাথে ঘুরাঘুরি করি, নিজেদের কথা একে অন্যের সাথে বলতে পারি, এই টুকুই৷

ভালবাসার অনু-গল্প সমগ্রWhere stories live. Discover now