ফাইজা

1.5K 30 4
                                    

প্রথমবার আমি দরজার টোকাটা আমি ঠিক মত শুনতে পাই নি তবে পরের টোকাটা ঠিকই শুনতে পেলাম । কেউ আমার দরজায় টোকা দিচ্ছে । ঘড়িতে খুব বেশি রাত হয় নি তবে এই জায়গাটার জন্যটার এই সময়টা অনেক রাত ।

সেন্ট-মার্টিনে এগারো টার সময় সকল লাইট অফ হয়ে যায় । সব দোকান পাট বন্ধ হয়ে যায় । আর এখানে আমাকে চেনার কথা না । কেউ এসে আমাকে ডাকও দেবে না । কেবল একজন ছাড়া !

আমি দরজা খুলতে যাকে আশা করেছিলাম সেই দাড়িয়ে আছে । লাইটের আলো নেই তবে আকাশে চাঁদ আছে । সেই আলোতে মেয়েটাকে দেখতে কেমন যেন মনে হচ্ছে ।

আমার দিকে তাকিয়ে ফাইজা বলল

-আমার ভয় লাগছে !

-কিসের ভয় ?

-কিসের যেন আওয়াজ আসছে ।

-ও ।

-ঘুম আসছে না ।

-তাহলে ? কি করবে ?

-চল না, একটু সমুদ্রের পাড় থেকে হেটে আসি !

আমি চারিদিকে তাকালাম । চারিদিকে নিরবতা বিরাজ করছে । তবে এখন বের হওয়াটা খুব বেশি অস্বাভাবিক হবে না । আমি দরজা দুটো লক করে ওকে নিয়ে হাটতে বের হলাম । আমাদের হোটেলটা সমুদ্র পাড়ের একদম পাশেই । ওখানে যেতে খুব বেশি সময় লাগলো না । চাঁদের আলোতে ফাইজার সাথে হাটতে আমার একটু অন্য রকম লাগছিলো । আমরা আপন মনে হাটছিলাম । এমন সময় হঠাৎ করেই ফাইজা আমার দিকে তাকিয়ে বলল

-তুমি খুব অবাক হয়েছিলে যখন আমি তোমার সাথে এখানে আসতে চাইলাম, তাই না ?

আমি ওর দিকে ফিরে তাকিয়ে বললাম

-একটু অবাক যে হই নি বলবো না । তবে তোমাকে যেমন ভাবে দেখেছি তাতে মনে হয়েছে তুমি সব কিছু করতে পারো ।

-আমি এখানে কেন এসেছি জানো ?

-কেন ? ট্যুর !

-সুইসাইট করতে !

আমার প্রথমে মনে হল আমি ঠিকমত শুনতে পারি নি । আমি দাড়িয়ে পড়লাম হাটতে হাটতে । বললাম

-কি বললে ?

-সুইসাইড । আত্মহত্যা !

-মানে কি !

ভালবাসার অনু-গল্প সমগ্রWhere stories live. Discover now