একটু ভালো থাকতে চাই হিমাদ্রি। তোমার সাথে ভালো থাকতে চাই।আমাদের সম্পর্কে শুধু কান্না আর অবিশ্বাস টা যাতে না থাকে,আর কিছুই চাচ্ছি না আমি। থাকবে আমার সাথে ভালো? বিশ্বাস করো আমি আমার সাধ্যমত্য তোমার ভালো থাকার দায়িত্ব পালন করবো! বাসবে আমায় ভালো, দেবে অনুমতি ভালোবাসার?
এবার হিমাদ্রি বলা শুরু করলো।
অনুমতি তোমায় অনেক আগেই দিয়ে দিছি আবির। যখন কবুল বলেছিলাম। আর হ্যা আমার কোনো প্রেম-কাহিনি নেই। তাই হয়তো আমি তোমায় তোমার মতো করে ভালোবাসতে পারবো না। কিন্তু নিজের মতো করে তোমার থেকে বেশি ভালোবাসবো! কথাটা বলেই হিমাদ্রি আবিরের কাধে মাথা রাখলো। ওরা পাশা-পাশি দাঁড়িয়ে ছিলো।আবিরের মন যা চাচ্ছিলো ঠিক সে উত্তরটাই পেলো। তারচেয়ে কোটিগুন সুখের এ উত্তর।আবির কিছু না ভেবেই জড়িয়ে ধরলো হিমাদ্রিকে। হিমাদ্রির জীবনের প্রথম পুরুষ আবির। আর আবিরের স্পর্ষে কাপছে হিমাদ্রি।ওই কাপা হাত দিয়েই যতটা শক্ত করে পারলো আখড়ে ধরলো আবিরকে।
চলবে!
#thetanvirtuhin
YOU ARE READING
ভালোবাসার নীড়
Romanceউপরওয়ালা সবার জন্যই সর্বোত্তম কিছু ঠিক করে রেখেছেন। কিন্তু আমরা খানিক মরীচিকার পেছনে ছুটে জীবিনের রঙ হারিয়ে ফেলি। তারজন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী অধিকাংশে। তাই নিজের জীবন নিজের, নিজের জীবনের রঙ এর দায়িত্ব নিজের। নিজের জীবনকে রঙিন রাখার দায়িত্বও আমা...