গল্প: ভালোবাসার নীড়!
পর্ব: ২৩!
লেখক: তানভীর তুহিন!আবির আর হিমাদ্রি বীচের ধারে জুতা হাতে নিয়ে হাটছে। হিমাদ্রি বাম হাতে আবিরে হাত ধরে আছে। দুজনের সম্পর্কটা এখন একদমই স্বাভাবিক। যে কেউ দেখলেই বলবে বছরখানেক প্রেমের পরে বিয়ে হয়েছে এদের।বিকাল ৪ টা মতো হবে। সমুদ্র পাড়ের বাতাস অনেকটা ঠান্ডা। আকাশে রোদ নেই আবার মেঘও নেই। একদম স্নিগ্ধতামাখা একটা আবহাওয়া।আবির আর হিমাদ্রি হাটছিলো। হঠাৎ দেখতে পেলো একটা ৩-৪ বছরে বাচ্চা বল নিয়ে খেলছে। ঠিক মতো লাথিতো দিতে পারছিলোই না বরং লাথি দিতে গিয়ে নিজেই পড়ে যাচ্ছিলো।বাচ্চাটা বেশ গলু-মলু আর কিউট দেখতে দেখে যে কেউই এট্রাক্ট হবে। আবির গিয়ে বাচ্চাটাকে কোলে নিলো। দেখেই বোঝা যাচ্ছে বাচ্চাটা বাংলাদেশি। কারন মুখে একটা বাঙালিয়ানা ছাপ আছে।
আবির বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর হিমাদ্রি বাচ্চাটার গাল টিপে, নাক টিপে আদর করছে। আবির হিমাদ্রির দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। হয়তো হিমাদ্রির বাচ্চা অনেক পছন্দ!
- " তোমার কী বাচ্চা বেশি পছন্দ নাকি একেই পছন্দ হচ্ছে? "
- " পছন্দ মানে?কোন মেয়ের আবার বাচ্চা পছন্দ হয় না? "
- " তা আমরা বাচ্চা নিচ্ছি কবে? "হিমাদ্রি কিছুটা লজ্বামাখানো মুখকরে বললো " জানিনা!"। আবির হিমাদ্রির দিকে তাকিয়ে বললো " আচ্ছা হিমুই আমাদের যখন বিয়ে হয়েছিলো তখন তো তুমি এতো লাজুক ছিলে না। তাহলে এখন সব কথাতেই এতো লজ্বা কেনো পাও? "
- " কে বলছে আমি লজ্বা পাই? না, আমি একদমই লজ্বা পাই না!"
- " তোমার মুখ দেখে এই পিচ্চি বেবিটাও হাসছে!"
হিমাদ্রি হেসে আবিরের হাতে একটা চিমটি কেটে বললো " সবাই তোমার মতো না। "
- " ইস, আমার যদি এমন একটা কিউট গলুমলু থাকতো!" বলেই হিমাদ্রি বাচ্চাটার গাল টিপে দিলো!
- " কেনো থাকবে না? আজকে রাত্রেই আমরা বাচ্চা নিয়ে নিবো। ঠিক আছে? "
হিমাদ্রি যেনো এবার লজ্বায় মরেই যাবে এমন অবস্থা। আবির হিমাদ্রির এই অবস্থা দেখে মুচকি মুচকি হাসছিলো। ঠিক তখনই একটা পুরোনো আর অতি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো আবিরের কানে। এই কণ্ঠস্বর আবির এখনও ভুলতে পারে নী। কারন এই কণ্ঠস্বর, আর কন্ঠের বলা কিছু কথাই যে আবিরকে নিজের প্রতিপক্ষ হিসেবে নিজের সত্তাকে দাড় করে দিয়েছিলো।মুহুর্তের মধ্যেই হাসি উঠে যায় আবিরের মুখ থেকে, রক্তের প্রাবাহ দ্রুতশীল হতে থাকে, চোখের কোনে পানি জমে যায়। "ছোয়া" এতো বছর পরে শেষমেশ এখানে এসেই এই ব্যাপারটা ঘটার ছিলো? এটাই কী তাহলে নিয়তি?
YOU ARE READING
ভালোবাসার নীড়
Romanceউপরওয়ালা সবার জন্যই সর্বোত্তম কিছু ঠিক করে রেখেছেন। কিন্তু আমরা খানিক মরীচিকার পেছনে ছুটে জীবিনের রঙ হারিয়ে ফেলি। তারজন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী অধিকাংশে। তাই নিজের জীবন নিজের, নিজের জীবনের রঙ এর দায়িত্ব নিজের। নিজের জীবনকে রঙিন রাখার দায়িত্বও আমা...