৭ম পর্ব: ধাক্কা

101 5 0
                                    

রোদেলা মাখন মাখানো পাউরুটিটা হাতে নিয়েই দৌড়ে ফ্ল্যাট থেকে বের হলো। পাউরুটিটা নিতেই চায় নি রোদেলা। মা জোর করে বললেন না খেয়ে একমই যাওয়া যাবে না। কি আর করা মায়ের আদেশ খাওয়া তো লাগবেই। তাই বাড়িতে বসে না খেয়ে একটা মাখন মাখানো পাউরুটি হাতে নিয়েই খেতে খেতে সিঁড়ি ভেঙে নিচে নামছিল রোদেলা। আজকেই যেন লিফটটা বন্ধ রাখতে হয়েছিল। আজ অনেক দেরি হয়ে গেছে ওর। শীতকাল চলছে তাই ওদের ভার্সিটিতে প্রোগ্রাম হবে আর সেখানে রোদেলা গান গাইবে সেতার বাজিয়ে। ওদের ভার্সিটির রুলস্ এটা। প্রত্যেক ঋতু উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেটারই রিহার্সাল আজ থেকে শুরু হয়েছে।

রিহার্সাল শুরু সকাল ৮ টায়। আর এখন ৮টা বেজে ৭ মিনিট। ভার্সিটি পৌছাতেই লাগবে আধ ঘন্টা। তার উপর রিকশা পেতে দেরি হলে আরেক বিপদ। রিহার্সাল যার দায়িত্বে সেই সিনিয়র ভাইয়া আর আপু বেশ স্ট্রিক্ট সাথে পানচুয়ালও। আর রোদেলা কিনা প্রথম দিনই দেরি করে ফেলল। আজ ওর কপালে নির্ঘাত দুঃখ আছে।

হন্তদন্ত হয়ে নিচে নামছিল রোদেলা। এমন সময় কারো একজনের সাথে খুব জোরেসোরেই ধাক্কা লাগলো ওর। সম্ভবত অপর মানুষটা উপরে উঠছিল। আর সেও খুব তাড়ার মধ্যে ছিল। ধাক্কার কারণে রোদেলার হাতে থাকা পাউরুটিটা নিচে পড়ে গেলো। কিন্তু অপর মানুষটার সেদিকে কোনো খেয়াল নেই। সে আবারও উপরে উঠতে শুরু করলো। উপরে উঠার জন্য সে সবে মাত্র দুই সিঁড়ি ভেঙেছে ঠিক তখনই আবার ফিরে এলো। মানুষটা এসে পড়ে থাকা পাউরুটিটা রোদেলার হাতে তুলে দিয়ে বলল,

"এক্সট্রিমলি স্যরি!"

কথাটা বলেই সে উপরে উঠে গেলো। রোদেলা বিস্ময় দৃষ্টিতে মানুষটার দিকে তাকিয়ে রইলো। পোশাক আশাক দেখে রোদেলা বুঝলো অফিশিয়াল ড্রেস আপ। একদম ফরমাল। মনে হয় অফিস যাচ্ছে আর তারও রোদেলার মতোই দেরি হয়ে গেছে খুব। কিন্তু রোদেলার বিস্ময়ের কারণ ঐ পাউরুটিটা ওর হাতে তুলে দেওয়ায়। এই পাউরুটিটা তো রোদেলা আর খেতে পারবে না। তাহলে ছেলেটা কেনো ওকে ওটা তুলে দিল ওর হাতে? নাকি ছেলেটা বুঝতেই পারে নি যে ওটা পাউরুটি, খাদ্য জাতীয় যেটা দিয়ে মানুষ প্রায়শই সকালের নাস্তা করে?

রোদেলার মেঘলা জীবন(সম্পুর্ণ)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin