#নীরবতা #২৫

523 23 0
                                    


অস্থিরতায় আচ্ছন্ন হয়ে চেয়ারে বসে ভ্যানিটি ব্যাগ মেঝেতে ছুঁড়ে ফেললো জ্যোতি। হোটেল থেকে সরাসরি অফিসে আসা মোটেও উচিৎ হয়নি তার। ঘুম থেকে উঠে মৌমি এবং মাজহারুল কারোই দেখা না পেয়ে এমনিতেই পুরো মাথা আওলিয়ে আছে। এর মাঝে রাশেদ ফোনের উপর ফোন দিয়েই যাচ্ছে! চেয়ারে শরীর এলিয়ে চোখজোড়া বুজলো জ্যোতি। লম্বা একটি দম ছেড়ে গতরাতের কথা স্মরণ করলো। রাতে মাথা ঠিক ছিল না তার। যা হয়েছে ঝোকের বশে হয়েছে। ভুল ক্রমে হয়েছে! তবে ভুল তো সে একা নয়, মাজহারুলও করেছে। তারপরও কেনো মাজহারুল এই কাজটি করলো? শেষবারের মতো মেয়েটিকে একটু মন ভরে কেনো দেখতে দিল না? ওদিকে ফোন টাও বন্ধ করে রেখেছে। একবার কী মেসবাহর চেম্বারে গিয়ে খোঁজ নিয়ে দেখবে ওরা ঢাকাতেই আছে কিনা? থাকলে না হয় আরেকটিবার মেয়েকে বুকের ভেতর আঁকড়ে ধরবে। শেষবারের মতো মুখে হাজারো ভালোবাসার ছোঁয়া লাগিয়ে দেবে। পরমুহূর্তেই নিজের মন স্থির করলো জ্যোতি। গতরাতে যা হয়েছে তারপর আবারও মাজহারুলের মুখোমুখি হতে চায় না সে। তবে তার মেয়ে? তার তো কোনো দোষ নেই এসবের মাঝে। বুকচিরে গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে এল জ্যোতির। বুকটা প্রচুর ফাঁকাফাঁকা লাগছে। আর কখনোই তার এই বুকে আসবে না মৌমি ভাবতেই দম বন্ধ হয়ে আসছে...

-"আশ্চর্য! এত বারবার কল দিচ্ছি অথচ তুমি পিক কেনো করছো না? সমস্যা কী তোমার জ্যোতি?"
ফোনের অপর প্রান্ত থেকে রাশেদ রহমানের কড়া গলা শুনে ছোট্ট একটি নিঃশ্বাস ফেললো জ্যোতি। ক্ষীণ স্বরে বললো,
-"বাসে ছিলাম.."
-"বাসে কেনো থাকবে? বাসা থেকে তোমার অফিসে যেতে বাস লাগে?"
-"না.."
-"তাহলে আজ কেনো লাগলো?"
-"জানি না.."
-"জানো.. ইউ নো এভরিথিং। তুমি কাল রাতে বাসায় ছিলেনা। সত্যি করে বলবা কোথায় ছিলে কাল রাতে তুমি?"
-"মৌমির সঙ্গে..."
-"মৌমির সঙ্গে মানে? তুমি কোথায় কার বাসায় ছিলে? আর মাজহারুল? সেও কী তোমার সাথেই ছিল?"
নিজেকে শান্ত রাখার চেষ্টায় ব্যর্থ হলো জ্যোতি। একেরপর এক প্রশ্ন করে যাচ্ছে রাশেদ। কিন্তু কেনো? এ অধিকার কি তাকে দিয়েছে সে?
-"আমি যেখানেই থাকি আমাকে এ জাতীয় প্রশ্ন করার তুমি কে? আমাকে আমার মতো করে চলতে দাও, রাশেদ। নয়তো আমাদের সম্পর্ক এখানে শেষ করতে আমি দুবার ভাববো না।"
দাঁতে দাঁত চেপে একদমে কথাগুলো বলে কল কেটে ফোন বন্ধ করে রাখলো জ্যোতি। হাত পা অনবরত কেঁপে যাচ্ছে তার। বুকের মাঝে চলছে তুফান। দু'চোখের জ্বালায় তাকিয়ে থাকা দায় হয়ে পড়েছে। অসহ্য লাগছে এই পৃথিবীকে। দীর্ঘদিনের এই একাকীত্বও তাকে এতোটা কষ্ট দেয়নি যতোটা না আজ পাচ্ছে সে!

নীরবতাWhere stories live. Discover now