পর্বঃ০১

1.6K 40 97
                                    

--- ছাড়বো না আমি। আগে আমার ফোন ফেরত দে। নাহলে আজকে তোর সব চুল আমি ছিড়ে তারপর ছাড়বো।

--- বেয়াদব মেয়ে তোর লজ্জা করে না নিজের বড় ভাইয়ের চুল ধরে টানোস। ছাড় বলছি! নাহলে আজকে তোর মোবাইল একদম দু'তলা থেকে নিচে যাবে। ছাড় চুল! *ছাড়ানোর চেষ্টা করে*

--- তুই আগে ফোন ফেরত দে আমার!!! তোর ফোন নাই? নিজেরটা ব্যবহার কর!

---আছে ফোন। কিন্তু আপাতত ফোনে টাকা নাই। কিন্তু আমার ইমারেজেন্সি কথা বলতে হবে একজনের সাথে।

---তাই বলে আমার ফোনের টাকা শেষ করবি!!

--- বেশিক্ষন কথা বলবো না। তোকে তোর টাকা দিয়ে দিবো বইন আমার চুল ছাড়!!

---সত্যি তো?

---হ্যাঁ সত্যি। ছাড় এখন!!! *ছাড়িয়ে* উফ! আমার চুলগুলা ঢিলা করে দিলি! *মাথায় হাত দিয়ে*

---চুল আবার ঢিলা হয় কিভাবে? *অবাক হয়ে*

--- এই যে মাথায় ঢিলা হয়ে গেছে। এখন তো সহজেই পরে যাবে যখন তখন। আমার একটা চুল যদি পড়ে না! তোর মাথা নেড়া করে দিবো!

---আজাইরা। তোমার মতো আমার এতো চুলের সখ নাই! *ভেংচি দিয়ে*

---মেয়ে মানুষ হয়েও তোর চুল পছন্দ না! আশ্চর্য।  অবশ্য তুই মানুষটাই একটা আশ্চর্য।  আম্মু যে কেমনে তোরে জন্ম দিছে! ওহ তোরে তো কুরায়া পাইছে। ভুইলা গেছিলাম।

--- একদম মিথ্যা কথা বলবা না। আমাকে কুরায়া পায় নাই। *রেগে*

---সেটা তোর থেকে ভালো আমি জানি। *ভাব নিয়ে*

---আমার ফোন ফেরত দাও! *হাত বাড়িয়ে*

---জান্নাত! এভাবে বড় ভাইয়ের সাথে কথা বলতে নেই। বড় ভাই যা বলে সেটা শুনতে হয়। আমি এখন আসছি। তোর ফোন পরে খাবার সময় পেয়ে যাবি। *এই বলে চলে যায়*

তখনই নিচ থেকে আওয়াজ আসে-

জাহানারা-জান্নাত! জাহিদ! খেতে আয়! 

[জান্নাত! পুরো নাম জান্নাত আরা।  এবার অনার্স ২য় বর্ষের ছাত্রী। উচ্চতা ৫'৩। গায়ের রং হলদে ফরসা। দেখতে মাশাআল্লাহ। খুব চঞ্চল তবে সেটা শুধুই পরিবারের সাথে আর খুব ক্লোজ মানুষদের সাথে। এক ভাই আর বাবা-মা নিয়ে হ্যাপি ফ্যামিলি। জাহিদ! পুরো নাম জাহিদুল হক।  অনার্স ৪র্থ বর্ষ অর্থাৎ ফাইনাল ইয়ার এর ছাত্র। উচ্চতা ৫'৯। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। ভার্সিটির ক্রাশ বয়। তার সখ হচ্ছে লম্বা চুল। চুলের যত্ন একটু বেশিই নেয়। আর খুব ভালো গানও গায়। এবং খুব ভালো ছবিও আঁকে। ]

সবটাতে তুমি | K.TH FF| ✔Where stories live. Discover now