পর্বঃ১৫

254 19 5
                                    

রান্না শেষ করে জান্নাত পরিবেশন করছে সব। রান্নাটা মোটামুটি ভালোই পারে জান্নাত। ছোটবেলা থেকে রান্নার হাল্কা পাতলা সখ ছিলো। তাই করা হয়েছে। ওদের বাসায় মাঝে মাঝে ও রান্না ঘরে। সাধারণত ছুটির দিনে। আজকেও খুব ভালোভাবে গুছিয়ে রান্না করেছে জান্নাত। জান্নাত যখন রান্না করছিলো তানভীর ড্রয়িং রুমেই সোফায় বসে ছিলো। সেখান থেকে রান্নাঘর দেখা যায়। জান্নাতকে খুব গুছালোভাবে রান্না করতে দেখে কিছুটা অবাক হয়েছিলো তানভীর। ও ভেবেছিলো জান্নাত হয়তো রান্নাবান্নায় অভ্যস্ত নয়।

এখন তানভীর ওর পাশেই দুই হাত ভাজ করে দাঁড়িয়ে আছে। আর জান্নাত সব খাবার বাড়ছে। এতোক্ষন রান্না ঘরে থাকায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। ওরনাটা এক পাশে কোমড়ে হাল্কা করে বাধা। চুলগুলো উপর করে বাধা।

তানভীর খাবার রেখে জান্নাতের দিকেই তাকিয়ে ছিলো। সে নিজেও বুঝতে পারেনি। জান্নাত সব খাবার পরিবেশন করে একটা শ্বাস ফেলে তানভীরের দিকে তাকায়।  তানভীরকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে একটু থতমত খেয়ে যায়।

জান্নাত- কি হলো বসছো না কেনো! এতোক্ষন তো খাবার কই খাবার কই করছিলা। এখন তো সব খাবার সামনে আছে। বসো!

জান্নাতের কথায় তানভীর ফিরে আসে তার হুসে। কিছুক্ষন ও নিজেই বোকা বনে যায়।  তারপর আর কিছু না বলে খেতে বসে।

তানভীর- খাচ্ছি তো। তুমিও বসো। বাই দা ওয়ে খাবার খাওয়া যাবে তো? *টিজ করে*

জান্নাত চোখগুলো ছোট ছোট করে তাকায়। জান্নাতকে দেখে তানভীর হাসে। এরপর খাওয়া শুরু করে।

খাবার মুখে দিয়ে তানভীর থেমে যায়। অনেকটা অবাক হয়। তানভীরকে থেমে যেতে দেখে জান্নাতও থামে।

জান্নাত- কি হলো ভালো হয় নাই? এই বলে নিজেই নিজের প্লেট থেকে এক লোকমা মুখে দেয়। খেয়ে বলে- ভালোই তো হয়েছে। খারাপ তো হয়নি। কিছুটা কনফিউজড হয়ে বলে। কারণ খাবার ওর মতে ভালোই হয়েছে তাহলে তানভীর খাচ্ছে না কেনো?

তানভীর অবাক হয়েই জান্নাতের দিকে তাকায়।

জান্নাত- কি?

সবটাতে তুমি | K.TH FF| ✔Where stories live. Discover now