পর্বঃ১২

244 18 8
                                    

তানভীরকে বাসায় দেখে জাহানারা বেগম অবাক হলেও খুশি হন অনেক। তানভীরও বাসায় এসে জাহানারা বেগমের পাশে বসে। উনি সোফায় বসে ছিলো এতোক্ষন। জান্নাত সোজা ওর রুমে চলে যায় ফ্রেশ হতে। তানভীর জান্নাতের যাওয়ার দিকে একবার তাকিয়ে আবার জাহানারা বেগমের সাথে কথা বলতে থাকে। রেজাউল হক রুমে বই পড়ছিলেন। জাহিদ এখনো বাহিরে। তানভীর আর জাহানারা বেগমই তাই আড্ডা দিচ্ছিলো।

২০ থেকে ৩০ মিনিট পর কেউ আসে বাসায়। বেল বাজে। তানভীরের মুখটা ছোট হয়ে যায়। ও জানে কে এসেছে। ওর এখানে মন খারাপের বা রাগ করার কোনো কারণ না থাকলেও রাগ হচ্ছে। আর সেই রাগটা বাড়াতে সাহায্য করার জন্য জান্নাত দৌড়ে যাচ্ছে দরজা খুলতে। তানভীর জান্নাতের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে।জাহানারা বেগম দরজার দিকে তাকিয়ে আছে কে আসছে দেখার জন্য।

কিছুক্ষনের মাঝেই জান্নাত আর ফাহিম ড্রয়িং রুমে প্রবেশ করে হাসি মুখে। ফাহিমকে দেখে জাহানারা বেগম দাঁড়িয়ে যায়। উনি অবাক হয়ে তাকিয়ে আছে। তানভীর তখনো বসে আছে সামনের দিকে চেয়ে। একবার তাকিয়েছিলো শুধু।

ফাহিম এসেই জাহানারা বেগমকে জড়িয়ে ধরে। জাহানারা বেগমও ফাহিমকে জড়িয়ে ধরে।

জাহানারা- আমাদের কথাও তোর মনে আছে? *অভিমানের সুরে বলে*

ফাহিম- কি যে বলো না! তুমি তো আমার আরেকটা আম্মু! তোমার কথাও কি ভুলা যায়! *চোখ টিপ মেরে*

জাহানারা বেগম আর জান্নাত হাসে। কিন্তু তানভীর চুপ করে বসে থাকে।

ফাহিমকে ছেড়ে জাহানারা বেগম বলে- বস। আমি কিছু নাস্তা নিয়ে আসি। কতোদিন পর আসলি। রাতে খেয়ে যাবি কিন্তু! তানভীর তুইও! *তানভীর এর দিকে তাকিয়ে* এরপর আবার ফাহিমের দিকে তাকিয়ে বলে- ও হচ্ছে তানভীর। জাহিদের বন্ধু। আমার আরেকটা ছেলে। কথা বল তোরা আমি আসছি। এই বলেই উনি চলে যায়।

ফাহিম তানভীরের পাশে বসে জান্নাতকে বলে- প্রিন্সেস এক গ্লাস পানি আনো তো!

জান্নাত মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে যায় পানি আনতে।

তানভীর ভ্রু কুচকে তাকায় ফাহিমের দিকে।

সবটাতে তুমি | K.TH FF| ✔Where stories live. Discover now