পর্বঃ২৭

219 16 29
                                    

তানিয়া ফিমার রুমের বারান্দায় দাঁড়িয়ে ছিলো। আসলে ওর এখন ঘুম আসে নাই। তবে জাহিদের কথায় খারাপ লেগেছিলো তাই চলে এসেছিলো। ও নিজে এটাও বুঝতে পারছে জাহিদ মজা করে বলেছে তাও কেন জানি সেটা মানতে পারছে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় বারান্দাটাও আলোকিত হয়ে আছে। আশেপাশে সব বাসায় আলো নেভানো। শুধু চাঁদের আলোয় ভালোই লাগছে। খারাপ না। শুধু মনটা ভালো থাকলে হয়তো আরো ভালোভাবে চাঁদের আলো উপভোগ করতে পারতো। এটাই ভাবছে তানিয়া। কিছুক্ষনের মাঝেই কেউ তানিয়ার পাশে এসে দাঁড়ায়। তানিয়া পাশ ফিরে দেখে জাহিদ ট্রাওজারের পকেটে দুই হাত দিয়ে ওর পাশেই দাঁড়িয়ে আছে।  সেও বাহিরের আকাশে চাঁদের দিকে তাকিয়ে আছে। চুলগুলো চোখ ঢেকে আছে। মাথা ঝাকিয়ে সেগুলো চোখ থেকে সরাছে। তানিয়া জাহিদের দিকে তাকিয়েই আছে। ওর অন্যদিকে খেয়াল নেই। জাহিদের কথায় বুঝতে পারে এতোক্ষন হ্যংলার মতো জাহিদের দিকে তাকিয়ে ছিলো। তানিয়া চোখ সরিয়ে সামনে তাকায়।

জাহিদ- তোমার না ঘুম পাচ্ছিলো?

তানিয়া- ওই হঠাৎ মনে হলো একটু বারান্দায় দাঁড়াই। বাহিরে চাঁদের আলো কি সুন্দর। তাই আরকি।

জাহিদ- বুঝলাম। তা আমাকেও তো ডাক দিতে পারতা। দু'জন একসাথে বসে জ্যোৎস্না বিলাস করা যেতো। হাল্কা হেসে।

তানিয়া আর কিছু বলে না। দু'জনই চাঁদের দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে জাহিদ বলে

জাহিদ- সরি। তখন তোমাকে বেকুব বলার জন্য। আসলে আমি জান্নাতকেও এগুলা বলে খেপাই তাই মুখ থেকে বের হয়ে গিয়েছে।  তোমার খারাপ লেগে থাকলে সরি।

তানিয়া জাহিদের দিকে তাকায় একবার। তারপর বলে- ঠিক আছে।  সমস্যা নাই। আমি রাগ করিনি। 

এখন হঠাৎ করেই ওর মন ভালো হয়ে যায়। এতোক্ষন যে এটা নিয়ে নিজেকে বুঝাচ্ছিলো যে জাহিদ মজা করেছে তাও কিছু হচ্ছিলো না। জাহিদের সরিতেই মনে হচ্ছে সব নাই হয়ে গিয়েছে।

জাহিদ- আমি জানি তোমার খারাপ লেগেছে। তুমি না বললেও বুঝতে পেরেছি। 

সবটাতে তুমি | K.TH FF| ✔Where stories live. Discover now