কাল অনেক রাতে ফিরেছেন মোবারক হোসেন।শরীর অসুস্থ,না-খেয়েই শুয়ে পড়েন। ঘুম ভাংতে দেরী হ’ল।চা-নাস্তা নিয়ে এলেন মানোয়ারা।
–ভাইজান আপনের শরীর এখন কেমন?
–জাভেদ আজ ফিরবে তো?
জাভেদ কলেজে পড়ায়।বেশিদিন কোথাও থাকা সম্ভব নয়।শ্বশুরবাড়ি গেছে।
মানোয়ারা বলেন,জ্বি। আজই ফেরার কথা।
–তোমাগো কিছু অসুবিধা হয় নাই তো?
–না-না,বলা ছিল…অসুবিধা কিসের। লোকটা খুব বিশ্বাসী–ভরসা করা যায়।
–হ্যাঁ একটু বলদ–বোধ-ভাষ্যি কম, এই যা–।
–যতটা ভাবেন, ততটা না।আসলে সরল, বানিয়ে কথা বলতে পারেনা।একটাই দোষ খুব খাইতে পারে।
–গরীব মাইনষের অত খাওন ভাল না।মোবারক হাসেন।
–সেইটা চিন্তার, ওরে খাবার পাহারায় বসাও শত ক্ষিধা পেলেও চুরি করে খাবে না। বলেন তো কে ওরে হাতির খোরাক যোগান দেবে চিরকাল?
–যে ওরে বানাইছে সেই দেবে।উদাসভাবে বলেন,মোবারক।ও কোথায়? গরুর জাব-টাব দিয়েছে?
–কাছেই আছে।বলা এদিকে আসো,ভাইজান তোমারে ডাকেন।মানোয়ারা গলা চড়িয়ে বলেন।
ওরে ‘আপনি-আজ্ঞে’ শুরু করলি কবে?
মানোয়ারা একটু অপ্রস্তুত, হেসে বলেন, ইমানদার মানুষরে ‘তুই-তোকারি’ করতে শরম হয়।
বলদেব কি একটা হাতে নিয়ে প্রবেশ করে।
–জ্বি কর্তা আমারে ডাকেন?
–কি করছিলি?
–জ্বি বাগান কোপাতেছি।
–খেয়েছিস?
মানোয়ারার দিকে চেয়ে জবাব দেয়, আজ্ঞে খাইছি।
–ক্ষুধা পেলে চেয়ে নিবি।
–চাওয়ার আগে দিলি কেমন করে চাবো?মানোয়ারার সঙ্গে চোখাচুখি হতে হাসেন মোবারক।ঠিকই বলদারে বলদা বলা যায়না।তাকে দেওয়া খাবারের প্লেট বলদার দিকে এগিয়ে দিয়ে বলেন,তুই খেয়ে নে।আমার খাইতে ইচ্ছে করে না।
–কাল রাত থেকে আপনে কিছু খান নাই…..।মানোয়ারা উদবিগ্ন।
–একটু প’রে গোসল করে ভাত খেয়ে নেবো।
–আপা দেখেন তো এইটা কি?মানোয়ারা বলদেবের হাত থেকে জিনিসটা নিয়ে অবাক হয়ে বলে,এইটা তো মেজো বোউয়ের গলার। তুমি কোথায় পেলে?
–বাগানে চকচক করতেছিল।
ভোরবেলা মাঠ সারতে গিয়ে পড়ে গিয়ে থাকবে। এত বেলা হল হুশ নেই,কি আক্কেল। মেজোবউয়ের খোজে মানোয়ারা বিবি ভিতরে চলে গেল।
YOU ARE READING
মন যা চায় তুমি তাই
General Fictionআমাদের আশেপাশের সমাজের অন্যরকম একটা উপন্যাস। প্রেম ভালোবাসা পরোপকারিতা পরকীয়া সবই পাবেন, সাথে বিশেষ যৌনতার মিশেল। ১৮+ ।