(২০) নতুন গন্তব্যে

250 2 0
                                    

ড.রিয়াজ সাহেব বিছানায় পড়তে না পড়তে ঘুমে কাদা। নাদিয়া বেগমের চোখে ঘুম নেই। সেই সকালে গেল, এত রাত হল ফেরার নাম নেই। পাশে মানুষটা কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে দেখে গা জ্বলে যায়। গায়ে ঝাকি দিয়ে বলেন,আপনে ঘুমাইলেন নাকি?
–না ঘুমাই নাই,কি বলতেছো বলো। রিয়াজ সাহেব রাগ করেন না।
— এত কামাইতেছেন, আপনের টাকা কে খাইবো সেইটা ভাবছেন?
–এই রাতে কি সেইটা ভাবনের সময়? এখন ঘুমাও।

কান্না পেয়ে যায় নাদিয়া বেগমের, বাপ হয়ে কি করে এমন নির্বিকার থাকে মানুষ ভেবে পান না। মেয়েটারই বা কি আক্কেল একটা খবর দিতে তোর কি হয়েছে? মেয়েটা হয়েছে বাপ ন্যাওটা। চিন্তায় ছেদ পড়ে নাদিয়া বেগমের, বেল বাজলো না? হ্যা কলিং বেলই তো বাজছে। ধড়ফড় করে উঠে বসেন। দরজার কাছে গিয়ে কান পেতে জিজ্ঞেস করেন,কে-এ-?
বাইরে থেকে সাড়া দিল, মাম্মি আমি। দরজা খোলো।

এতো মণ্টির গলা। বুকের কাছে হৃৎপিণ্ডটা লাফিয়ে ওঠে। খুলছি মা খুলছি বলে দরজা খুলে দিলেন।
গুলনাহার ঢুকেই মাকে জড়িয়ে ধরে কেদে ফেলে। ’মাগো জানোয়ারগুলো আমাকে ছিড়ে খেয়েছে।’

নাদিয়া বেগম স্তম্ভিত। হায় আল্লা! কথাটা বার বার মনে উকি দিলেও বিশ্বাস হয়নি তা সত্যি হবে। মামুন ব্যাগ নিয়ে পাশের ঘরে চলে যায়। নাদিয়া বেগম কলের পুতুলের মত মেয়েকে জড়িয়ে ধরে থাকেন। কি বলে সান্ত্বনা দেবেন মুখে ভাষা যোগায় না। জড়িয়ে ধরে বসার ঘরে নিয়ে গিয়ে মেয়েকে সোফায় বসিয়ে দিয়ে বলেন, কাঁদিস নে মা–চুপ কর–চুপ কর। পুলিশ কিছু করল না?
–জেলা ম্যাজিস্ট্রেট একজন মহিলা, উনি ধরেছেন সব কটাকে।
–কিছু খেয়েছিস?
–হ্যা, আমরা খেয়ে বেরিয়েছি। আমি আর খাবো না।ভাইয়াকে জিজ্ঞেস করো।
–না, এত রাতে আমিও খাবো না। মামুন বলেন।
–একটা ফোন তো করতে পারতিস?
–তোমাদের বিরক্ত করতে চাইনি। কিইবা করতে তোমরা? ডিএম সাহেবা যথেষ্ট করেছেন।
–এবার শুয়ে পড়। জার্নি করে এলি।

নাদিয়া বেগম একটু অবসর খুজছিলেন। বিছানায় উঠে বালিশে মুখ গুজে হু-হু করে কেদে ফেললেন। মনে হল কে পিঠে হাত রাখল।ৎপাশ ফিরে দেখলেন ডাক্তার সাহেব। নাদিয়া স্বামীর বুকে মুখ গুজে দিলেন।
–আহা শান্ত হও। এখন কাদলে কি হবে বলো? ডা.রিয়াজ সাহেব বলেন।
–আপনে ঘুমান নাই?
–তোমরা আমারে কি ভাবো বলো দেখি? আমি টাকার পিছনে কি নিজের জন্য ছুটি? তুমি যদি অবুঝের মত কাঁদো তাইলে মন্টির মনে হবে ও বুঝি কোন অপরাধ করছে? তুমি না মা? সন্তানের শেষ আশ্রয় তার মা। ও তো কোন অপরাধ করে নাই। ড.রিয়াজ পিঠে
হাত বোলাতে বোলাতে বিবিরে ঘুম পাড়িয়ে দিলেন।

মন যা চায় তুমি তাইWhere stories live. Discover now