আজ দুপুরে একটা মজার ঘটনা ঘটল।বালুকে নিয়ে বেরিয়েছিল শপিং করতে।গাছের বাজারে গিয়ে একটা আমগাছের কলমের চারা কিনল।আব্দুল গাড়ি পার্কিং করেছিল একটু দূরে। অন্যমনস্ক চলেছেন গাড়ির দিকে,পিছনে বালু হাতে কলমের চারা।একটা লোক আচমকা সামনে থেকে এসে ফারীহা বেগমের হ্যাণ্ডব্যাগ নিয়ে দৌড়।দ্রুত ঘুরতে গিয়ে পা মচকে বসে পড়লেন ফারীহা। তা সত্বেও ফারীহা বেগমের ‘চোর চোর’ চিৎকারে সচকিত বালু তাকে ধরে ব্যাগ কেড়ে নেয়।লোকটি পড়িমরি করে দৌড়ে পালায়।
ফারীহা বেগম নীচু হয়ে মচকানো পা নিয়ে ‘উঃ-উঃ’ করছেন, বালু মেমসাহেবের হাতে ব্যাগ ফেরৎ দিয়ে জিজ্ঞেস করে,ব্যথা পাইছেন?
ফারিহাবেগম বলেন,তুমি ওকে ছেড়ে দিলে?
–অভাবি মানুষ দু-এক ঘা দিলি কি লাভ হত?
–পুলিশে দিতে পারতে।
–তা হলি ওর পরিবারকে কে দেখতো বলেন?ফারীহা বেগমের মুখে কথা সরেনা।এমন মানুষকে কি বলবেন বুঝতে পারেন না।মনে মনে ঠিক করেন লোকটাকে ভাল করে আরো যাচাই করতে হবে।বাড়ি ফিরে আমিনার হাতে প্যাকেটগুলো দিয়ে বলেন, খাবার গুলো সবাইকে দে।আর বালুর খাবার আমার ঘরে দিয়ে যা।
আমিনা অবাক হয়ে আফাকে দেখে।আফার পরিবর্তন তার চোখ এড়ায় না।সে কি আফার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে? বড় মানুষির মর্জি বোঝা ভার।খাবারের প্যাকেট নিয়ে চলে যায়।
–বালু গাছটা বাগানে রেখে আমার ঘরে এসো।
ফারীহা বেগম ঘরে ঢুকে পোশাক বদলাতে থাকেন। জিন্সের প্যাণ্ট বদলে লুঙ্গি পরেন। ব্রেসিয়ার বদলাচ্ছেন এমন সময় বালু ঢোকে।
–এদিকে এসো,হুকটা খুলে দাও।
বালু নিঃসঙ্কোচে হুক খুলে দিল।উষ্ণ নিঃশ্বাস কাধ স্পর্শ করে।বালুর নির্বিকার ভাব ফারীহা বেগমকে অবাক এবং উত্তেজিত করে।এই শরীর স্পর্শ করার জন্য লক্ষ্য করেছে মানুষের আকুলতা আর এই মুর্খ গেঁয়ো লোকটার কোন হেলদোল নেই!
–একটু কাঁধটা টিপে দাও।আদেশের সুরে বলেন ফারীহা বেগম।
পিছনে দাঁড়িয়ে দু-হাতে কাঁধ টিপে দিতে দিতে বলে,মেম সাহেব আপনার শরীর খুব মোলায়েম।
–তোমার ভাল লাগে? খেলিয়ে দেখতে ইচ্ছে করে ফারীহা বেগমের।
–জ্বি।
–ঠিক আছে।কামিজটা এনে দিয়ে বসো।
![](https://img.wattpad.com/cover/297039019-288-k235373.jpg)
YOU ARE READING
মন যা চায় তুমি তাই
General Fictionআমাদের আশেপাশের সমাজের অন্যরকম একটা উপন্যাস। প্রেম ভালোবাসা পরোপকারিতা পরকীয়া সবই পাবেন, সাথে বিশেষ যৌনতার মিশেল। ১৮+ ।