রাহেলা-বিবির যেমন কথা তেমন কাজ।সন্ধ্যে বেলা পুলিশ নিয়ে হাজির।
মোবারক সাহেবকে সালাম করে কনষ্টেবল বলে,গোস্তাকি মাফ স্যার।আমি আপনার চাকরটাকে নিয়ে যেতে চাই।
–মানু বলারে পাঠায়ে দে।সন্দেহবশে ধরা হচ্ছে,মারধোর করবেন না।আদালতে পাঠায়ে দেবেন।সেখানে বিচার হবে।
–জ্বি।বলদেবের কোমরে দড়ি বেধে তাকে নিয়ে যেতে উদ্যত হ’লে বলা বলে, আসি।সমাজে তো মেশলাম।এবার সমাজ-বিরোধিদের সাথে মিশে দেখি।
বলদেবের চোখ কাকে যেন খোঁজে, অশ্রুভেজা চোখ নিয়ে সে তখন অন্তরালে।বলদেবকে ধরে নিয়ে যাবার পর সারা গ্রামে নেমে আসে এক অপরাধবোধের ছায়া। দিন অতিবাহিত হয়।মহিলা মজলিশ বসে কিন্তু জমে না। বেশ কিছুদিন পর রাহেলা বিবি আবিষ্কার করে সাবুর হায়েজ বন্ধ হয়ে গেছে। খুশিতে ভরে যায় মন। খবর পেয়ে জামাই এসে বিবির গলায় হার পরিয়ে দেয়। রাহেলাবিবি ড্যাবডেবিয়ে তাকিয়ে দেখে সেই হার। রশিদ অকপটে বিবিকে বলে,আম্মু বলছিল আবার বিয়া করতে হার লাগবো তাই নিয়া গেছিলাম। রাহেলাবিবি কথাটা চেপে যাবার চেষ্টা করলেও সারা গ্রামে রাষ্ট্র হয়ে যায় সাবিনা হার খুজে পেয়েছে।সবাই স্বস্তিবোধ করে বলদেব চুরি করে নাই।
বলদেব চালান হয়ে গেল সদরে। থানার বড় সাহেব জয়নাল জিজ্ঞেস করেন,কি চুরি করেছো?
–জ্বি কিছুনা।
–তাহলে এখানে আসছো ক্যান?
–জ্বি চুরির অপরাধে।
–কি চুরির অপরাধে?
–সেইটা ছ্যর রাহেলা বিবি বলতে পারবে।
–চুরি করেছো তুমি বলবে রাহেলা বিবি?
–আমি চুরি করি নাই তানার অভিযোগে আমারে ধরছে।সকালবেলা কার পাল্লায় পড়লেন? বিরক্ত হন জয়নাল সাহেব।উল্টাপাল্টা কাদের ধরে নিয়ে আসে। লোকটার চেহারা দেখে মনে হয়না চোর।দীর্ঘকাল পুলিশে আছেন অন্তত এটুকু অভিজ্ঞতা হয়েছে।
জয়নাল জিজ্ঞেস করেন, তুমি চৌধুরিবাড়ি কাজ করতে?
–জ্বি।
–কি কাজ করতে?
–যে কাম দিত।পাগলটা বলে কি? এর সঙ্গে সময় নশট করার কোণ মানে হয়না। বেকসুর খালাস পেয়ে গেল বলদেব।দুইদিন হাজতবাসে ও.সি.সাহেবের নেক নজরে পড়ে গেছে।মানুষটা সরল, পুলিশের হাজতে এদের মানায় না। দু-একটা কথা বলেই বুঝেছেন, মানুষের মন ছাড়া আর কিছু চুরি করার সাধ্য নাই।হাজত থেকে বের করে জিজ্ঞেস করেন, এখন কোথায় যাবে? বাড়ি কোথায়?
–জ্বি, স্মরণে পড়েনা।
–তা হ’লে কোথায় যাবে?
–এইখানে থাকা যায় না?
![](https://img.wattpad.com/cover/297039019-288-k235373.jpg)
YOU ARE READING
মন যা চায় তুমি তাই
General Fictionআমাদের আশেপাশের সমাজের অন্যরকম একটা উপন্যাস। প্রেম ভালোবাসা পরোপকারিতা পরকীয়া সবই পাবেন, সাথে বিশেষ যৌনতার মিশেল। ১৮+ ।