পর্বঃ ২৩

50 4 0
                                    



তিশা কিছু না বলে শুভর থেকে নিজেকে ছারিয়ে নেবার চেষ্টা করে, কিন্তুু শুভর থেকে নিজেকে ছারিয়ে নিতে পারে না।

শুভঃ এতো ছটফট করছেন কেনো? আপনি ও তো আমার কাছে আসেন তখন তো আমি এমন করিনা আর আজ আমি যখন আপনার কাছে, এতোটা কাছে।

তিশা শুভর পা এর একটা বারি মেরে পালাতে গেলে শুভ তিশাকে এমন ভাবে হেচকা টান দেয় তিশা শুভকে নিয়ে বিছানায় ধপ করে পরে যায়।

তিশা শুভর থেকে উঠতে  লাগলে শুভ তিশাকে আরও শক্ত করে বিছানায় চেপে ধরে। মুগ্ধ হয়ে এক নজরে শুভ তিশার দিকে তাকিয়ে আছে। তিশার সৌন্দর্যে শুভ পাগল হয়ে গেছে।

তিশাঃ কি, কি হচ্ছে বিছানা ভিজে যাচ্ছে, উঠো!
শুভঃ.....
তিশাঃ শু,শুভ!
শুভঃ হুস! চুপ, কথা বলেন না আমি কিছু করছি না জাস্ট একটু দেখতে দিন
তিশাঃ আমি এমন কেউ না তোমার কাছে যে আমাকে এভাবে দেখতে হবে তোমার?সরো!
শুভঃ এতো কথা বলেনন কেনো আপনি?
তিশাঃ আমি ইরা না তাই এখন যদি তোমার ইরা এখানে তোমাকে আমার সাথে এভাবে দেখে তো কি হবে মি. শুভ?

ইরার কথা বলতেই শুভ তিশার ওপর থেকে সরে আসে।

শুভঃ আ,আসলে সরি আমি,

শুভ তিশার কাছ থেকে উঠে যেতে লাগলে তিশা টেনে শুভকে বিছানায় ফেলে দিয়ে শুভর কোলে বসে শুভর কলার টেনে ধরে বসিয়ে দেয়।

তিশাঃ ন্যাকামো হচ্ছে?  ইরার কথা বলাতে আমাকে ছেরে উঠে আসলে? এতো ভালোবাসো ওকে যে নিজের বউকে অস্বীকার করছো? কে হ্যা? ও কে তোমার?  ভালোবাসা? তোমার এই ভালোবাসার ষষ্টিপুজো  যদি না করেছি তোমার নামমিসেস, শুভ না।
শুভঃ আপনি
তিশাঃ চুপ একটা কথা না কি ভাবছো আমাকে ব্যবহার করে ফেলে দেবে? সেটা হবে না আগে তোমাকে নিজের হাতে বিষ খাওয়াবো তার পর আমি খাবো,মেরে ফেলবো তোমাকে তবুও অন্য কারো হতে দিবো না এটা একটা বউ এর কথা আর বউরা স্বামীকে নিয়ে কি করে জানিনা। আমি একটা কথাও মিথ্যা বলছি না।

বউ - Wife  | √Where stories live. Discover now