আচল টা কোমড়ে না গুজার ফলে আচলটা বরই বাধন হারা হয়ে গেছে। সেটা শুভর মোটেই পছন্দ হচ্ছে না আর তিশার পেটের সেই আকর্ষনীয় তিলটা বার বার শুভকে আকৃষ্ট করে তুলছে। শুভ তাকিয়ে দেখে আকাশ ও ওর দিকে তাকিয়ে আছে। কিন্তুু তিশার খোলা দিকটা শুভই দেখতে পাচ্ছিলো। সবাই তার উল্টো দিকে বসা। শুভ হঠাৎ করেই উঠে এক জগ পানি তিশার মাথায় ঢেলে দেয়।
সবাই দাড়িয়ে যায়।
- চুপচাপ গিয়ে চেন্জ করে আসেন আর শাড়ি একদমই পরবেন না। go right now.( চিল্লিয়ে)
তিশা শুভর দিকে ডাবল রাগি চোখে তাকিয়ে গডগড করে রুমে চলে গেলো।
- ভ,ভা,ভাই?
- খেতে বস।শুভ রুমে চলে গেলো।
- ওই প্যকাটি?
- কি হয়েছে?
- তুই বললি ভাই নাকি তিশা রে ভালোবাসেনা?
- চোখের ওপর দেখেও কি তোর এটা মনে হচ্ছে না?
- আমার চোখে তো অন্য কিছু যাচ্ছে।
- তোর চোখে তো কতকিছুই যায়।(শুধু আমি ছারা। ফিসফিসিয়ে)
- আমার চোখে কিন্তুু তুই ও পরছিস।
- মানে?
- মানে তোর ওড়না টা দেখছি? কোথাকার জিনিস কোথায় গিয়ে আছে?আশা তারাতারি নিজের দিকে তাকিয়ে ওড়না ঠিক করে। আকাশের পিঠে ধুম ধাম কয়েকটা দেয়।
- যাহ বাবা তুমি দেখাতে পারবে আর আমি দেখালেই দোষ?
- শয়তান! তুই বের হ আমার বাড়ি থেকে।
- বললেই হলো? তুই বললেই আমি যাবো নাকি রে? তোকে বাসা থেকে বের করার ব্যবস্থা করছি wait and see
- কোথ থেকে কে এলো রে, যা ভাগ।এর মধ্যে তিশা এসে ধুম করে খাবার টেবিলে বসে খেতে শুরু করে।
- ভাবি?
- হুম,বলো আশু?
- আশু,হিহিহিহিহি(আকাশ)
- এই তুই থামবি? ভাবি তুমি আবার শাড়ি পরলে যে? ভাই তো....
- আমার ইচ্ছা। তোমার ভাই এর কথা শুনতে যাবো কেনো? হুহ বাই দা ওয়ে ( দাড়িয়ে) আমায় কেমন লাগছে?
- supap লাগছে। এক কথায় অসাধারন।৷ মেয়ে মানুষ তো এমনই হওয়া উচিৎ আর সবাই তো খ্যাত মার্কা( আশার দিকে তাকিয়ে)
YOU ARE READING
বউ - Wife | √
Romanceতিশার বাসর রাত, ফুলে ভরা বিছানায় এক হাত ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে তিশা,পারিবারিক ভাবে বিয়েটা হয় ওর, বিয়েটা নিয়ে খুব এক্সাইটেড তিশা, কারন ও কখনও কোনো রিলেশন করেনি,বিয়ের পরে বর এর সাথে চুটিয়ে প্রেম করবে সেই আশা নিয়ে এতেদিন কাটিয়ে দিয়েছে। -Ononnaa