পর্বঃ ৯

44 3 0
                                    

- নিশান হয়তো আপনাকে ভালোবাসে আপনি ওর কাছে ফিরে যান সুখী হবেন(শুভ)

শুভর কথা শুনে তিশা রেগে ওঠে

- ও আমাকে নয় আমার শরীর ভালোবাসে আর আপনি কেন পুরুষ যে নিজের বউকে অন্য পুরুষের কাছে যেতে বলছেন

এর থেকে এক বোতল বিষ এনে আমাকে খেতে বললে খেয়ে নিতাম আমি

তিশা উঠে রুমে চলে গেলো

- হ্যালো, কই আছিস(শুভ)
- হ্যা সবাইকে নিয়ে আয় কাজ আছে(শুভ)

শুভ বাসা থেকে বের হয়ে গেলো

- এটাই কি পাওনা ছিলো আমার? কি দোষ করেছি আমি আমাকে এভাবে কষ্ট পেতে হচ্ছে এভাবে কষ্ট দিচ্ছো কেনো আমায় তুমি? আমি কি তোমার ভালোবাসার যোগ্য না তোমার ভালোবাসা পাবার কি কোনো যোগ্যতা নাই আমার এতোটা বোঝা মনে করো আমায়?

তিশা বসে কান্না করতে করতে বিছানার এক পাশে গুটিশুটি মেরে ঘুমিয়ে পরলো
সকালে তিশার ঘুম ভাঙে ওর শাশুরির ডাকে

- কি রে? ঘুম হয় নি? ওঠ অনেক বেলা হয়ে গেছে কলেজে যাবি না?(শুভর মা)

তিশা চারিদিকে চোখ বুলিয়ে দেখে শুভ রুমে নেই

- ক'টা বাজে আম্মু?(তিশা)
- ন'টা বাজে
- ওহ্ আচ্ছা আমি রেডি হয়ে নেই কলেজে যেতে হবে আর আমি এখন কিছু খাবোনা কলেজে খেয়ে নিবো প্লিজ জোর করো না।

তিশা কিছু না বলে ওয়াসরুমে চলে গেলো শুভর মা বুঝতে পারলো তিশার কোনো কিছু নিয়ে মন খারাপ,

তিশা আজ আকাশী রং এর একটা লং থ্রিপিস পরে হালকা সাজ এ রেডি হয়ে বের হয়ে পরে। তিশার মন টা খুবই খারাপ কারন ভাগ্য করে সে একটা বর পেয়েছে বটে নিজের বউকে অন্য একজন বাজে কথা বললেও সে কোনো প্রতিবাদ করলো না। আজ তিশার নিজেকে শুভর কাছে অনেক বোঝা বোঝা লাগছে তিশা রাস্তার এক সাইড দিয়ে হাটছে আর নিশান এর কথা গুলো ভাবছে সেই সময়ে আবির এসে বাইক নিয়ে তিশার সামনে আচমকা দাড়ালো,

একগাল হেসে আবির বাইক থেকে নেমে তিশার সামনে এসে দাড়ায়

- good morning মিষ্টি পাখি।
- good morning,
- হেই মিষ্টি পাখি তোমার কি মন খারাপ?
- কই না,
- আমার কাছে মিথ্যা বলো না তিশা কারো মন খারাপ থাকলে আমি বুঝতে পারি।
- আচ্ছা,তাই?
- হ্যা তাই, তারাতারি বলো কি হয়েছে?
- তেমন কিছু না
- আচ্ছা বলতে হবে না,চলো কলেজে যাই।
- তুমি যাও আমি রিক্সা নিয়ে নিচ্ছি।
- কাম ওন তিশা আমার বাইক টা কি তোমার যোগ্য না?
- আরে সেটা নয়,
- তো চলো প্লিজ প্লিজ প্লিজ!
- ঠিক আছে চলো

বউ - Wife  | √Where stories live. Discover now