পর্বঃ ০২

132 5 1
                                    

তিশাঃ আল্লাহ্ এটা কি রেখেছো আমার জীবনে? এক মুহুর্তেই আমার সমস্ত সপ্ন ভেঙে চুরে গুড়ো হয়ে গেলো! আমি কি করবো এখন? যাই হয়ে যাক মেয়েদের বিয়ে একবারই হয় শরীয়ত মতে আমি ওর বউ দেখি আমার শক্তি বেশি নাকি অন্য মেয়ের আমি আমার অধিকার নিয়েই ছারবো!(মনে মনে)
তিশাঃ কি ব্যাপার? আজ রাত টা কি ওয়াসরুমে থাকবেন বলে ঠিক করেছেন নাকি?

শুভ ধুপ করে বের হয়।

শুভঃ দেখুন আপনি কিন্তুু বেশি বেশি করছেন!
তিশাঃ একদম চিল্লাবেন না চুপচাপ এসে আমার সাথে নামাজ পরুন(ধমকিয়ে)
শুভঃ উফফফফ অসহ্য
তিশাঃ কি বললেন?
শুভঃ অসহ্য গরম তাই বললাম। ( ঝগরুটে কোথাকার,এমন করে ধমক ইরা ও কোনোদিন আমাকে দেই নি.দেখে নিবো তোমাকে)
তিশাঃ কি হলো শুনতে পাচ্ছেন না?

শুভ গিয়া তিশার সাথে নামাজ পরে নেয় তারপর তিশা উঠে বিছানার মাঝখানে গুটিশুটি মেরে বসে পরে।
শুভ আবার গিয়ে সোফায় বসবে সেই সময় তিশা চিল্লায়,

শুভঃ আবার কি হলো?
তিশাঃ আমার খুব খুদা লেগেছে!
শুভঃ তো আমি কি করবো?
তিশাঃ কি করবেন মানে? যান গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসেন?
শুভঃ কিহ্ আমি? খাবার? তাও আপনার জন্য?impossible,
তিশাঃ ভেবে বলছেন তো?
শুভঃ ১০০%
তিশাঃ আম্মু!

শুভ দৌড়ে তিশার মুখ চেপে ধরে।

শুভঃ এই মেয়ে এতো রাতে আম্মুকে ডাকছো কেনো?
হাত সরিয়ে
তিশাঃ বাহ্ রে আম্মুকে সব জানাতে হবে না? উনার ছেলে যে কতটা খচ্চর সেটা তো বলতে হবে বিয়ের প্রথম দিনে যে এভাবে টর্চার করছে বলতে হবে তো,আম্মু!!

আবার মুখ চেপে।

শুভঃ যাচ্ছি,যাচ্ছি চিল্লাতে হবে না! ( দাঁতে দাতঁ চেপে) আল্লাহ্ কোন জ্বালায় ফেললে আমায়

বউ - Wife  | √Onde histórias criam vida. Descubra agora