পর্ব:৪০

66 3 0
                                    

- আমি কি ওই সুই টুই কে ভয় পাই নাকি?

- তাই নাকি? তার জন্যই তো আমার হাত টা খামচে খামচে ধরো তাই না?

- তোমারে আমি.....

- চুপচাপ ঘুমিয়ে পরো।

- (খানিকটা চুপ করে থেকে)

"নাইবা তুমি বাসলে ভালো। নাইবা আসলে কাছে, জানি তোমার হৃদয় মাঝে অন্য সুরই বাজে"(🎶)

- একটা word missing আছে।

- জানি জানি, সুর তো এখন না অনেক আগে থেকেই বাজছে তাই বলি নাই। আচ্ছা খুব ভালোবাসো তুমি ওরে তাই না শুভ?

- অনেক রাত হয়েছে ঘুমিয়ে পরো।

- না ঘুমাবো না আমি।

- তো বসে থাকো।

- হুম, আমাকে তারাতে পারলেই তো তুমি বাচো তাই না? একদিন দেখো আমাকে ছেরে থাকতেই পারবে না। সেই দিনের কিন্তুু বেশি দেরি নাই মাস্টার মশাই।

- বড্ড বেশি বকো তুমি।

- কি করবো? আমি তো এমনই। আমি তো তোমার জানু নই।

এর মধ্যেই হুরমুর করে তিশার ভাই রুমে ঢুকে তিশাকে জরীয়ে নিয়ে কান্না করতে থাকে।

- i am sorry বুনু আমাকে মাফ করে দে। আমি তোর কষ্টের সময় তোর পাশে থাকতে পারিনি। তোর কিছু হয়ে গেলে আমার কি হতো জানিস তুই? একটু দেখে চলতে পারিস না তুইজ কবে বড় হবি?(তীর্থ)

- ভাই, হাতে লাগছে আমার।

- ওপস sorry কই লেগেছে দেখা আমায়? আমি আজই তোকে আমার কাছে নিয়ে যাবো। আমার চোখের সামনে রাখবো। কখনও আমার চোখের আড়াল হতে দিবো না, প্রমিস বুনু। কোনো কষ্ট হতে দিবো না আমি তোর।

ভাইয়ের কথা শুনে তিশা আড়চোখে শুভর দিকে তাকায়। শুভ যে কি বলবে ভেবে পাচ্ছে না। তিশাকে ছারা এক মুহুর্ত থাকা ওর পক্ষে পসিবল না। এর মধ্যে তিশার ভাবি এসে তীর্থর গায়ে হাত দেয়।

- পাগল হলে তুমি? এভাবে ভেঙে পরলে ওকে কে সামলাবে? (শষী)

- কেমন আছো ভাবি?

- ভালো কিভাবে থাকি বল? তোর এমন অবস্থা। কেমন আছো শুভ?

- এই তো ভাবি ভালো। বসুন না?

বউ - Wife  | √Where stories live. Discover now