- হুম তুমি তো আমাকেও.....
কথাটা বলার সাথে সাথেই তিশা শুভর কলার টেনে নিজের সামনে টেনে ধরে।
- তোমার ওপর যেটা আছে সেটা আমার অধিকার।খবরদার যদি নিজেকে সবার সাথে এক করে ফেলেছো তো। আমার যা ইচ্ছা তাই করতে পারি আমি তোমার সাথে বকা দিতে পারি,মারতে পারি,ভালোবাসতে পারি,দুরে ঠেলে দিতে পারি আবার উম্মমমমমহ ঠোটে কিস করতেও পারি আমার এ অধিকার কেউ নিতে পারবে না সেটা তোমার ওই কুত্তানি টাও না।
- what the কুত্তানি? তুমি এসব word পাও কই?
- যেখান থেকেই পাই পেয়েছি। খবরদার যদি কখনও আমাকে এভাবে ধমকাতে আসো তবে দেখে নিও তোমার ইরা ডাইনির কি অবস্থা করি আমি, ছারো আমায়।
- আমি কি ইরার কোলে গিয়ে বসে আছি?
- তো আমি কি পিয়াস এর কোলে গিয়ে বসে আছি বদমাইশ ছেলে। তোমার এত্ত সাহস আমাকে আবার ধমকাও? দারাও আমি এক্ষনি আব্বুকে ডেকে আনছি।
- কথায় কথায় এতো আব্বুর ভয় দেখাও কেনো হ্যা? এতো রাতে আব্বুকে ডাকতে যাবে তুমি?
- হ্যা যাবো।
- আমি ওতো বুঝিনা তুমি পিয়াস....
- sorry sir,আমি আপনার কথাটা রাখতে পারলাম না কারন তুমি ইরার সাথে কথা বললে আমি পিয়াস এর সাথে কথা বলতেই পারি। আমি যদি বারন না করি তোমার ও বারন করা চলে না mr,shuvo.
- আচ্ছা যাও। যা ইচ্ছা করো আমি কে বলার।
- হুম সেটাই তো। আচ্ছা কে তুমি বলোতো? কে? আমি তোমার কে হই বলো?
- তুমি.....
- থাক কিচ্ছু কইতে হইবো না। তুই থাক তোর ইরাকে নিয়ে।তিশা রুম থেকে বের হয়ে যেতে লাগলে শুভ হাত ধরে টেনে সোফায় বসিয়ে দেয়। তিশা হাত পা ছুরে শুভকে মারতে থাকে।
- সব সময় বকো কেনো আমায়? কেনো বকো হ্যাঁ? আমায় কেনো বকো? ইরাকে তো কিছু বলোনা। যেদিন চলে যাবো সেদিন বুঝবা। বায় দা রাস্তা, কেনো যাবো? যাবোনা আমি কোত্থাও যাবোনা আমি হুহ। ওই শয়তাননী কে আমি....
শুভ তিশার মুখে খাবার গুজে দেয়।
- উম,উম,উম,উম।
- চুপ একটা সাউন্ড নয়। চুপচাপ খেয়ে নাও তারপরে আবার চালু হইয়ো।৷ এতো সময় আমার মাথাটা একটু রেস্ট নিয়ে নিক।
- কি বললে তুমি? আমি বেশি কথা বলি?আমি যদি আর একটা কথা বলেছি তো আমার নাম তিশা নয় হুহ।
YOU ARE READING
বউ - Wife | √
Romanceতিশার বাসর রাত, ফুলে ভরা বিছানায় এক হাত ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে তিশা,পারিবারিক ভাবে বিয়েটা হয় ওর, বিয়েটা নিয়ে খুব এক্সাইটেড তিশা, কারন ও কখনও কোনো রিলেশন করেনি,বিয়ের পরে বর এর সাথে চুটিয়ে প্রেম করবে সেই আশা নিয়ে এতেদিন কাটিয়ে দিয়েছে। -Ononnaa