পর্বঃ ৩৬

44 3 0
                                    





- এই মেয়ে তুই এমন স্বার্থপর কি করে হলি? আমার কথাটা তোর একটা বার ও মনে হলো না? তোর কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো,বাসায় নিয়ে যাই আগে এতো সাহস কই থেকে আসে দেখবো আমি।
- প্লিজ শান্ত হন,আপনার ওয়াইফ এর স্ট্রেচ নেওয়া একদম ঠিক না।
- ওর কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না ওর,ও তো......

কথাটা বলতেই তিশা নিজের শরীরের ভরটা শুভর ওপর ছেরে দেয়।

নার্স সব ডাক্তাররা তিশাকে নিয়ে ব্যস্ত হয়ে পরলো। শুভ তিশাকে হালকা করে টেনে নিজের সামনে নিয়ে আসে।তিশাকে দেখে শুভর চোখ বেয়ে অনর্গল পানি বেরিয়ে যাচ্ছে। সাথে সাথে তিশার বন্ধচোখের মাঝদিয়ে পানি পরে যাচ্ছে। শুভর বুকের মধ্যে হাহাকার করে ওঠে।

- তিশু?এই তিশু?এমন করোনা তুমি এমন করতে পারোনা৷ তোমার শুভকে তুমি এভাবে কষ্ট দিতে পারোনা তুমি। একা রেখে যেতে পারোনা তুমি। তিশু?
- প্লিজ উনাকে ছেরে দিনআমাদের চেকাপ টা করতে দিন।(নার্স)
- প্লিজ মি,শুভএমন করলে উনি মারা যাবেনতখন আর আমাদের কিছু করার থাকবে না।(ডাক্তার)
- এই তিশু কথা বলো না তিশু? কথা বলোনা প্লিজ
- মি,শুভ।(ডাক্তার)
- চুপ,একটা কথা কেউ বলবেন না। দেখছেন না আমি আমার বউ এর সাথে কথা বলছি। তিশু এই তিশু কথা বলোনা প্লিজ প্লিজ। আমি আর কখনও তোমাকে কষ্ট দিবো না। বিশ্বাস করো আমায়এই মেয়ে কথা বলবি না তুই? ঠিক আছে। তোর আশাই পূর্ন হোকআমারর জন্যই তো এতোকিছু? আমি যদি না থাকি তাহলে তো তুই খুসি তাই না?

শুভ তিশাকে শুইয়ে উঠতে লাগলে হাতে টান অনুভব করে। শুভ তাকিয়ে দেখে হাতের ব্রেসলেট টা তিশা এক আঙুল দিয়ে পেচিয়ে রেখেছে। শুভ এক গাল হাসি নিয়ে তিশার বেড এর পাশে হাটুগেরে ধপ করে বসে পরে।

বউ - Wife  | √Onde histórias criam vida. Descubra agora