পর্বঃ ১৫

53 5 3
                                    

- কি হতো? মরে যেতাম, তোমারই তো ভালো হতো বোঝা টা ঘাড় থেকে নেমে যেতো।

কথাটা বলে তিশা চুপ করে চলে আসে ওখান থেকে।

শুভর খুব খারাপ লাগে তিশার কথাটা শুনে। শুভ চুপ করে রুমে চলে আসে। শুভ চুপ করে বসে তিশার কথা ভাবতে থাকে, আজকাল তিশাই সব সময় শুভর মাথায় ঘোরে। ইরার কথাটা মাথাতেও আসে না।

- শুভ শুভ শুভ?

বলতে বলতেই তিশা হুট করে এসে শুভর কোলের ওপর বসে পরে।

- sorry বলো আমাকে, তোমার জন আমার মন খারাপ আর আমি তোমার ওপর রাগ করে থাকতে পারছি না প্লিজ say sorry.
- ( মুচকি হেসে) sorry.

তিশা হাউ মাউ করে কাদতে কাদতে শুভর গলা জরীয়ে ধরে, তিশা ফুপিয়ে ফুপিয়ে কাদতে থাকে।
শুভ নিজের অজান্তে তিশাকে বুকের সাথে জরীয়ে নিতে গিয়ে হাত দুটো নামিয়ে নেয়।

- আমি জানি আমি রাগ করলে তোমার কিছু যাবে আসবে না আর আমার এই কপাল ও নেই তুমি আমার রাগ ভাঙাবে। আমি তো তোমার ওপর রাগ করে থাকতে পারবো না বড্ড ভালোবাসিতো তাই কিন্তুু তুমি তো বুঝতেই চাও না আমায়। একটুকুও ভালোবাসো না আমায় শুধু ইরা পেত্নীকেই ভালোবাসো।

তিশার কথায় শুভ ফিক করে হেসে দেয়।

- হাসছো তুমি? হাসো, আমাকে নিয়ে হাসতে খুব ভালো লাগে তো তোমার তাই না? আমি ছোট মানুষ তো তাই আমার কথা তোমার ভালো লাগে না। না লাগুক আমি তবুও বলবো।
- বলেন আপনাকে বলতে কে বারন করেছে?
- তাহলে আমায় মেহেদি দিয়ে দিন।
- what? মেহেদি?
- হ্যা মেহেদি
- আমি মেহেদি পড়াতে পারি না।
- পারলে হাত ভেঙে দিতাম কারন এই হাতে মেহেদি পড়ার অধিকার শুধু আমার তুমি যেমন পারো তেমনই দাও আমি শুধু আমার হাত টা তোমার দেওয়া রংএ রাঙাতে চাই।

শুভ কিছু না বলে তিশার হাতে মেহেদি পরানো শুরু করলো।

- কোল থেকে নেমে বসলে মেহেদিটা লাগাতে সুবিধা হতো এমনিতেই তো জঘন্য  হচ্ছে।
- ওতো সুবিধা করতে হবে না আমি নামবো না। প্লিজ শুভ আমাকে নামিয়ে দিও না আর তুমি কি জানো আমার হাত টা স্বার্থক আজ কারন এ হাতে আজ আমার ভালোবাসার মানুষটি নিজের হাতে আমায় মেহেদি লাগিয়ে দিচ্ছে।
আমি আজ অনেক হ্যাপি শুভ।
- (মেহেদি লাগাতে লাগেতে) আপনার লজ্জা লাগেনা আপনার থেকে বড় তাও আপনার টিচারকে নাম ধরে ডাকতে?
- তুমি তো আমার বর জান আর আমার ছোট্ট বেলা থেকে শখ ছিলো আমার বরকে নাম ধরে ডাকার আর আমার বর আমাকে বউ বলে ডাকবে।
- আপনি বোঝেন না কেনো আমি ইরাকে ভালোবাসি।
- সত্তি কি তুমি ইরা ডাইনিকে ভালোবাসো?
- হুম।
- ওই রাক্ষসীটকে পাবার জন্য তুমি কি কি করতে পারবে?
- জানিনা,কিন্তুু ওকে ছারা নিজের জীবন ভাবতে পারি না।

বউ - Wife  | √Where stories live. Discover now