- কাজিন, আমি আশার কাজিন।
শুভর দিকে তাকিয়ে কথাটা বলে তিশা হনহনকরে চলে যায়।
- তিশা?
- হ্যা আন্টি?
- কি হলো মাথা খারাপ হয়ে গেলো নাকি তোর?
- হ্যা আমার মাথা খারাপ আমি পাগল।
- কি হয়েছে মা?
- কি হবে? জানো ওই ছেলে আমায় লাইন মারার চেষ্টা করলো আর তোমার ছেলে চুপ করে ছিলো। আমি তাই ওকে বলেছি আমি তোমার মেয়ের কাজিন।
- বাহ খুব ভালো করেছিস তো।
- আম্মু!
- আরে বাবা শোন তুই যদি নিজেকে আশার কাজিন বলে থাকিস তাও আমার ছেলের সামনে তাহলে সেই মতে পিয়াস এর বেয়াইন হচ্ছিস তুই।
- তো?
- বুঝে নে।
- আম্মু তুমি আসলেই আমার শাশুড়ি মা নও আমার বেষ্টু।
- হয়েছে,৷ হয়েছে এখন শোন আশাকে ওর রুমে নিয়ে যা ও আশার সাথে কথা বলতে চায়।
- আমি এক্ষনি যাচ্ছি।তিশা উড়তে উড়তে গিয়ে আশাকে যে রুমে রাখা হয়েছে সেখানে গিয়ে হাজির। সেখানে গিয়ে দেখে কয়েকজন ছেলে মহিলা আশাকে ঘিরে বসে আছে আর শুভ একসাইডে বসে পিয়াস এর সাথে কথা বলছে।
তিশা একটা মুচকি হেসেই রুমে ঢোকে। তিশাকে দেখে পিয়াস একটা হাসি দিয়ে ওঠে আর তিশাও শুভকে দেখিয়ে পিয়াস এর হাসির বিপরীতে জোরে একটা মুচকি হাসি দিয়ে আশার কাছে যায়।- excuse me?
পিয়াস তিশার সামনে এসে দাড়ায় তিশা আশাকে নিয়ে বের হচ্ছিলো।
- hi বিয়াই।
- কই গেছিলেন আপনি? কখন থেকে খুজছি।
- আমি কি জানতাম আপনি আমায় খুজবেন? আসলে ওকে নিয়ে যেতে হবে।
- তা তো বটেই। কিন্তুু মনে হচ্ছে আপনি আমার কাছ থেকে পালানোর চেষ্টা করছে?
- কই না তো!
- আচ্ছা তা আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? আসলে আপনি আমার থেকে বয়সে অনেক ছোট কি বলেন ভাবি?
- .......
- আরে না, আপনি আমাকে আপনার পছন্দ মতো ডাকতে পারেন। আমার নাম ধরেও ডাকতে পারেন। এই যে সবাই আমায় ভালোবেসে তিশু বলে ডাকে আপনি ও বলতে পারেন।
YOU ARE READING
বউ - Wife | √
Romanceতিশার বাসর রাত, ফুলে ভরা বিছানায় এক হাত ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে তিশা,পারিবারিক ভাবে বিয়েটা হয় ওর, বিয়েটা নিয়ে খুব এক্সাইটেড তিশা, কারন ও কখনও কোনো রিলেশন করেনি,বিয়ের পরে বর এর সাথে চুটিয়ে প্রেম করবে সেই আশা নিয়ে এতেদিন কাটিয়ে দিয়েছে। -Ononnaa