Photo Source: Tales of The Caravan, Inn, And Palace by William Hauff (Project Gutenberg)
এক ডাকাতদল রাতের পহেলাভাগে কোন কাফেলায় ডাকাতির লক্ষে বের হল। রাতের অন্ধকার যখন ঘুটঘুটে রূপ নিল, সেখানে তারা একটি মেহমানখানা দেখল। গিয়ে পরিচয় দিল, 'আমরা গাজী (আল্লাহর রাস্তার মুজাহিদ)। আজ রাতটা এখানেই কাটাতে চাচ্ছি। মেহমানখানার মালিক তাদের প্রবেশ করালেন, সাদরে। বরকত হাসিলের উম্মীদে মালিক তাদের খেদমত শুরু করে দিল।
মালিকের একটি পঙ্গু ছেলে ছিল, দাঁড়াতে পারত না। ডাকাতদের রাতের খাবার থেকে অবশিষ্ট ঝুটা ও উচ্ছিষ্ট নিয়ে মালিক তার স্ত্রীকে বলল, 'এগুলো ওর শরীরে মালিশ করে দাও, হয়ত আল্লাহ এসব মর্দে মুজাহিদের বরকতে শেফা দান করবেন।' বিবিজান কথা মোতাবেক কাজ শুরু করলেন।
রোজ সকালে ডাকাতদল বেরিয়ে পরল মুসাফিরখানা থেকে, তাদের 'মহৎপেশা' এর ব্যস্ততা চুকাতে। এদিক-ওদিক থেকে ধন-সম্পদ লুটে সন্ধ্যাবেলায় ফিরে এল। কিন্তু ঘরে ঢুকেই তারা থ হয়ে গেল। কালকের দেখা পঙ্গু ছেলেটা পুরাদস্তুর হেঁটে বেড়াচ্ছে! তারা মালিককে শুধাল, 'এটি কালকের দেখা সেই পঙ্গু ছেলেটি না?'
মালিকের মুখে হাসির রেখা ফুটে উঠল। খুশিতে বলল, 'আলবৎ হ্যাঁ আল্লাহর গাজীরা! গত রাতে আপনাদের ঝুটা ও উচ্ছিষ্ট পানি ওর সারা শরীরে মালিশ করলাম। আপনাদের বদৌলতে আল্লাহ আমার ছেলেটার শেফা দিয়েছেন।'
কথাটি শুনে ডাকাতরা নিজেদের এক মুহূর্তের জন্যও পারলেন না সংবরণ করতে, লজ্জায় হাউমাউ করে তারা কেঁদে কেঁদে বলল, 'প্রিয় ভাই আমার! আমরা তো আসলে ডাকাত, মুজাহিদ নই। ডাকাতি করেই রুজি-রোজগার চলে। লেকিন আল্লাহ তাআলা আপনাদের নেক ধারণার অসিলায় আপনার ছেলেকে সুস্থ করে দিয়েছেন। আমাদের কোন হাত নেই এখানে। আমরা অনুতপ্ত, চিরতরে তওবা করতেছি, চিরতরে।'
এরপর থেকে সে 'মহৎপেশা' ছেড়ে হয়ে উঠলেন আল্লাহর রাস্তার সাচ্চা মুজাহিদ, লড়াই তারা চালিয়ে গেলেন আমরণ।
(বিখ্যাত আরবী সাহিত্য গ্রন্থ 'কালয়ুবী' থেকে অনূদিত)
YOU ARE READING
তরজমাশালা
Randomএটি আমার জিন্দেগির নয়া সফর, তবে সফরের সীমা-সরহদ কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ মালুম। আমার পছন্দসই গল্প বা প্রবন্ধ আরবী, উর্দু, আংরেজি বা ফারসি থেকে তরজমা করে প্রকাশ করব। লিখা পড়ে ভুল-ত্রুটি বা আরও ভালো করার সুপরামর্শ দিতে ইচ্ছা করেন, তাহলে মেহেরবানি করে এ...