ধুসর শহর: এক মিশরীয় তরুণীর বাংলাদেশ সফরনামা

6 0 0
                                    

'Dhaka'

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

'Dhaka'. (Collected)

'ধুসর শহর' এক মিশরী তরুণীর ঢাকা সফরনামা

সামিয়া আলী, মিশর

তরজমা: ফয়সাল ইকবাল

সফরের এবতেদা

বাংলাদেশের রাজধানী ঢাকায় আন্তর্জাতিক (বাণিজ্য) মেলায় যাওয়ার জিম্মাদারী আমার উপর অর্পণ করা হলে এ দেশের ব্যাপারে ইন্টারনেটে তথ্য তালাশ করতে থাকি। কিন্তু সেখানকার প্রাপ্ত ছিল যেমন স্বল্প, তেমন অসঙ্গতিপূর্ণ। সোজা কথায় পজিটিভ তথ্য ছিল না। ঘনবসতি, অনুন্নত জীবনযাপন, দারিদ্রতা, বায়ুদূষণ ইত্যাদি তথ্যাদিতে আর্টিকেলগুলো ভরপুর ছিল। সত্যি বলতে দিলখোশ করার মত তথ্য পেয়েছিলাম না; কিন্তু জিম্মাদারি আদায়ের তাগিদে আমায় যেতে হবে যে!

মিশরীদের বাংলাদেশে যেতে হলে ভিসা করতে হয়। ইন্টারনেটে সার্চ দিয়ে দূতাবাসের ঠিকানা বের করে সেখানে পৌঁছলাম। জরুরী কাগজপাতি জমা দিলাম, অফিসার আগামীকাল পাসপোর্ট কবুলের রসিদ দিল। দশ মিনিট হল দুতাবাস থেকে বের হয়েছি কি, আচানক ফোনটা বেজে উঠল, পুরাদস্তুর চমকে গেলাম। ফোনালাপে জানতে পারলাম বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব শফিকুর রহমান। তিনি জানতে চাইলেন যে আমি দূতাবাসের আশেপাশে কিনা, জানালাম যে আমি এখনও দূতাবাসের রোডেই আছি। তারপর তিনি আমার সঙ্গে কথা বলার আগ্রহ জানিয়ে আবার ফিরে আসার গুজারিশ জানালেন। সঙ্গে সঙ্গে দূতাবাসে ফিরে এসে তার অফিস তালাশ করে বের করলাম, তিনিও ছিলেন আমার এন্তেজারে।

চা...জাতীয় পানীয়

রাষ্ট্রদূত মহাশয় আমাকে উষ্ণ অভিবাদন জ্ঞাপন এবং চা দিয়ে মেহমানদারী করলেন, জানালেন যে চা বাংলাদেশের জাতীয় পানীয়। এটাই বাংলাদেশ সম্পর্কে প্রাপ্ত পয়লা তথ্য। তারপর আমাকে তিনি সফরের কারণ জিজ্ঞেস করলেন, জবাবে তাঁকে জানালাম ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক পোশাক মেলার কথা। তিনি বেজায় খুশি হলেন এবং সহযোগিতা করলেন। আমিও বেশ প্রীত হয়েছিলাম এই ভেবে যে শেষমেশ এমন উপযুক্ত কাউকে পেলাম যিনি আমাকে সে দেশ ও দর্শনীয় স্থান সম্পর্কে তথ্যসম্ভারে সমৃদ্ধ করবে। তিনি আমাকে পর্যাপ্তহারে জরুরী তথ্যাদি প্রদান করলেন এবং বাংলাদেশ সংক্রান্ত একটি ছোট্ট ট্রাভেল গাইডবুক দিলেন। ব্যাপারগুলো বেশ আনন্দদায়ক ছিল, ফলে ইন্টারনেটে যা কিছু পড়ছিলাম সব হারিয়ে গেল বিস্মৃতির রাজ্যে।

তরজমাশালাWhere stories live. Discover now