এক বেদুইনের কাণ্ডকারখানা

2 0 0
                                    

Photo Credit: Mathias P

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

Photo Credit: Mathias P.R Reding


ইতিহাসের এক কিতাবে দেখা যায়, গরমকালে কোনো এক গ্রাম্য আরব জ্বরাক্রান্ত হয়েছিল। তারপর দ্বীপ্রহরের টগবগে রোদে উলঙ্গ হয়ে সারা শরীরে তেল মালিশ করে গরম পাথুরে সমতল ভূমিতে গড়াগড়ি করে বলছিল: ঐ জ্বর! একটু পরে টের পাবি কার গায়ে এসেছিস তুই। বাদশা-আমীরদের গা ছেড়ে আমার গায়ে আসছিস...হ্যাঁহ? বেচারার শরীর থেকে জ্বর না যাওয়া পর্যন্ত পাগলামী জারি থাকল। জ্বর থেকে মুক্ত হওয়ার পরের দিন যেই একজনের মুখ থেকে শুনল যে বাদশাহর গায়ে জ্বর এসেছে। "হেহে...আমিই হেতের গায়ে জ্বর পাঠায়া দিছি" বলে ভোঁ-দৌড়ে বেচারা পুরোদস্তুর উধাও!

(নাফহাতুল ইয়ামান থেকে অনূদিত)

তরজমাশালাDonde viven las historias. Descúbrelo ahora