গাজা বিষয়ে জাস্টিন ট্রুডোর বিলম্ব ও ন্যাক্কারজনক ডিগবাজি

5 0 0
                                    

ইস্রায়েলের কিছু বিশিষ্ট মদদদাতারা এখন ইস্রায়েলের ফিলিস্তিনিদের উপর নির্বিচারে চলা অনবরত গোলাগুলি, বোমাবর্ষণ, বিধ্বংসী বুলডোজারের তাণ্ডবলীলার প্রতি চরম ঘৃণা প্রকাশের দাবি জানিয়েছে। 

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

ইস্রায়েলের কিছু বিশিষ্ট মদদদাতারা এখন ইস্রায়েলের ফিলিস্তিনিদের উপর নির্বিচারে চলা অনবরত গোলাগুলি, বোমাবর্ষণ, বিধ্বংসী বুলডোজারের তাণ্ডবলীলার প্রতি চরম ঘৃণা প্রকাশের দাবি জানিয়েছে। 

এই হপ্তার শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক হত্যা থামাতে 'স্থিতিশীল যুদ্ধবিরতি'র আহ্বান জানিয়ে ফ্রান্স ও জার্মানির সঙ্গে যোগদান করেছে। তার য়ুরোপীয় মিত্রদের মত সেও বলেছে, "অনেক প্রাণনাশ হয়েছে'।

সুনাকের এই বিলম্বিত তিরস্কার কিছু প্রশ্নের উদ্রেক করে: কখন তার অনুধাবন হয়েছে যে 'অনেক প্রাণনাশ হয়েছে'? কত সংখ্যক ফিলিস্তিনির জান 'অনেক' হল? কেন ৫,০০০, ১০,০০০, ১৫,০০০ জন ফিলিস্তিনির মওত 'অনেক' হয় না? 

বিষয়টা স্পর্শকাতর নয় কি যে, সুনাক ও তার বুজদিল স্যাঙাতরা আশ্চর্যজনকভাবে নৈতিক মানদণ্ড খুঁজে পেল, যেখানে আমরা সবাই আসলে কী ঘটতে যাচ্ছে এ ব্যাপারে তাদেরকে হুঁশিয়ারি করেছিলাম।

আমরা তাদের বলেছিলাম যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পূর্ণ সমর্থন করা মানে বিভীষিকার ফিরিস্তি, দুনিয়া যার সাক্ষী হয়েছে গাজা এবং দখলকৃত পশ্চিম তীরের বিচ্ছিন্ন ধ্বংসাবশেষে; কিন্তু সুনাক ও তার বুজদিল স্যাঙাতরা তা শোনেনি, সন্তর্পণে এড়িয়ে গেছে। 

এজন্য তারা নেতানিয়াহুকে তার মর্জি মাফিক ফিলিস্তিনিদের খুনের দায়েমি এজাজত (Permanent License) দিয়েছে। নেতানিয়াহু তাদের বাধিত করেছে, সানন্দে, সাগ্রহে, নির্বিচারে। 

প্রায় ২০,০০০ ফিলিস্তিনি হত্যা হয়েছে – যাদের অধিকাংশই নারী ও শিশু। হাজার হাজার দেহ দাফন হয়েছে ভাঙ্গা ইট-পাথরের ধ্বংসস্থুপের নিচে, আরও বেশুমার দেহ, দিল, সম্ভবত রুহও হয়েছে বিকলাঙ্গ। 

তরজমাশালাWhere stories live. Discover now