Photo: Collected
অনেকদিন আগের কথা, এক শহরে দুই ভাই একসঙ্গে বসবাস করত। হঠাৎ দুজনেরই রোজগারের রাস্তা বন্ধ হয়ে গেল। তাই দুজনে অন্য এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিল। উভয়ে নিজেদের খাদ্যসম্ভার নিয়ে সফর বের হল। মাঝপথে ছোট ভাই বড়কে বলল, 'আমরা প্রথমে একজনেরটা খেতে থাকি, একটা শেষ হলে আরেকজনেরটা খাবো।' তাই আগে বড় ভাইয়ের খাবারপানি খেয়ে শেষ করা হল। পথিমধ্যে বড় ভাইয়ের পিপাসা পেল। পানি চাইল ছোট ভাইয়ের থেকে; কিন্তু সে বলল: 'আমার কাছে যা আছে এটা শুধু আমারই' বলে বড় ভাইকে ছেড়ে একা পথ ধরল।
তীব্র খিদে-পিপাসার সাথে সংগ্রাম করে বড়জনও চলছে, একা একা। শরীর ক্ষীণকায় প্রায়। একপর্যায় ক্লান্তি ঝাড়তে এক গর্তে আরামসে শুয়ে পড়লেন। এরই মাঝে দুটো জ্বিনও এসে গর্তের কাছে আরাম করতে বসে পরল। দুজনের কথা ছোঁড়াছুঁড়ি শুরু হয়ে গেল এভাবে:
'কি দোস্ত! বেকার সময় কাটাও কীভাবে?'
'অমুক জায়গায় যাই। সেখানে অনেক গুপ্তধন আছে। দেখলে মনে শান্তি আসে। এবার তোমারটা শোনাও দোস্ত।'
'আমার বেকার সময় কাটে সুন্দরী ললনাদের মাথার অন্দরে, যেটার মাথায় ঢুকি, এক্কেবারে পাগলী বানিয়ে দিই, হেহেহে।'
'ভালোই তো। তো এটা সারানোর উপায়?'
'খুবই সোজা। একটা হলদে গরুর লেজ মেয়েটার মুখে ছিটিয়ে দিলেই সব ঠিকঠাক হয়ে যাবে।'
এদিকে বড় ভাই আড়ালে সব শুনে ফেলল। জ্বিন দুটো চলে যাওয়ার পর সেও হাঁফ ছেড়ে উঠে হাঁটা ধরল। সহসা একটা শহরগামী কাফেলা দৃষ্টিগোচর হল। তাদেরকে হাত ইশারা করল। কাফেলার কয়েকজন দেখতে পেয়ে তাকেও সঙ্গে করে নিয়ে গেল।
BINABASA MO ANG
তরজমাশালা
Randomএটি আমার জিন্দেগির নয়া সফর, তবে সফরের সীমা-সরহদ কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ মালুম। আমার পছন্দসই গল্প বা প্রবন্ধ আরবী, উর্দু, আংরেজি বা ফারসি থেকে তরজমা করে প্রকাশ করব। লিখা পড়ে ভুল-ত্রুটি বা আরও ভালো করার সুপরামর্শ দিতে ইচ্ছা করেন, তাহলে মেহেরবানি করে এ...