ময়ুর ও সারস

1 0 0
                                    

Artwork: Milo Winter (1919)

Ups! Tento obrázek porušuje naše pokyny k obsahu. Před publikováním ho, prosím, buď odstraň, nebo nahraď jiným.

Artwork: Milo Winter (1919)


একদিন ময়ুরের সাথে সারস পাখির দেখা হল। ময়ুর ছিল আত্মগৌরবে ভাস্বর। আর হবেই না বা কেন, যে নয়নাভিরাম পেখম তার! তাই নিজের সৌন্দর্য প্রদর্শনের জন্য রোদ্দুরে নিজের জমকালো পেখমগুলো ছড়িয়ে দিল। এবার সারসকে বলল, 'এই যে! কি দিয়ে আমার সাথে তোমার তুলনা চলে? আমি তো নানা রঙের কারুকার্যে সুন্দরী, আর তুমি? তোমার পালক তো ময়লায় ছাই রঙা হয়ে গেছে, হিহিহিহি।'

সারস কথা না বাড়িয়ে আসমানে উড়তে উড়তে বলল, 'পারলে এবার পিছু নাও দেখি।' ময়ুর বেচারা সেজে আপন স্থানে বট গাছের মত দাঁড়িয়ে রইল, আর সারস নীল আসমানের পানে আজাদ বেশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে।


নসীহত: শোভাবর্ধনের চেয়ে দরকারী জিনিসের জরুরত ও কদর বেশি।


(Aesop's Fables for Children থেকে অনূদিত)


তরজমাশালাKde žijí příběhy. Začni objevovat