Artwork: Milo Winter (1919)
একদিন ময়ুরের সাথে সারস পাখির দেখা হল। ময়ুর ছিল আত্মগৌরবে ভাস্বর। আর হবেই না বা কেন, যে নয়নাভিরাম পেখম তার! তাই নিজের সৌন্দর্য প্রদর্শনের জন্য রোদ্দুরে নিজের জমকালো পেখমগুলো ছড়িয়ে দিল। এবার সারসকে বলল, 'এই যে! কি দিয়ে আমার সাথে তোমার তুলনা চলে? আমি তো নানা রঙের কারুকার্যে সুন্দরী, আর তুমি? তোমার পালক তো ময়লায় ছাই রঙা হয়ে গেছে, হিহিহিহি।'
সারস কথা না বাড়িয়ে আসমানে উড়তে উড়তে বলল, 'পারলে এবার পিছু নাও দেখি।' ময়ুর বেচারা সেজে আপন স্থানে বট গাছের মত দাঁড়িয়ে রইল, আর সারস নীল আসমানের পানে আজাদ বেশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে।
নসীহত: শোভাবর্ধনের চেয়ে দরকারী জিনিসের জরুরত ও কদর বেশি।
(Aesop's Fables for Children থেকে অনূদিত)
ČTEŠ
তরজমাশালা
Nezařaditelnéএটি আমার জিন্দেগির নয়া সফর, তবে সফরের সীমা-সরহদ কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ মালুম। আমার পছন্দসই গল্প বা প্রবন্ধ আরবী, উর্দু, আংরেজি বা ফারসি থেকে তরজমা করে প্রকাশ করব। লিখা পড়ে ভুল-ত্রুটি বা আরও ভালো করার সুপরামর্শ দিতে ইচ্ছা করেন, তাহলে মেহেরবানি করে এ...