Artwork: Milo Winter (1919)
একবার দুইজন লোক একসঙ্গে জঙ্গলে সফর করছিল। আচমকা এক আজদাহা সাইজের ভালুক ঝোঁপঝাড় ভেঙে, গর্জন ছেড়ে, এককথায় তুলকালাম ঘটিয়ে বেরিয়ে এল। প্রথম মুসাফির 'আপনি বাঁচলে বাপের নাম' ভেবে শাঁ শাঁ করে গাছে উঠে পড়ল। আর দ্বিতীয়জন পড়ে গেল মসিবতে। সে মনে মনে বলল, আমি তো গাছে উঠতে পারি না, আবার ইয়া বিশাল ভল্লুর সঙ্গে কুস্তিগিরি, হায় আল্লাহ! তবে তার মনে পরে গেল যে ভালুক মরা মানুষ ছোঁয় না, তাই সে মাঠের মধ্যেই চোখ বন্ধ করে সটান হয়ে শুয়ে পড়ল।
দ্বিতীয়জনের বুদ্ধি সত্যিই কাজে লাগল। ভালুকটা তার মাথার কাছে কিছুক্ষণ এসে শুঁকল। তারপর মরা মানুষ মনে করে চলে গেল।
প্রথমজন গাছ থেকে নেমে এসে শুধাল, 'মনে হল ভালুকটা তোমার কানে কানে কিছু বলল। কী বলল ও?'
সে জবাব দিল, 'ও বলে গেল, যে দোস্ত মসিবতে সঙ্গ ছাড়ে তার সঙ্গে বন্ধুত্ব রাখা বোকামি।'
নসীহত: বিপদে বন্ধুর পরিচয়।
(Aesop's Fables for Children থেকে অনূদিত)
YOU ARE READING
তরজমাশালা
Randomএটি আমার জিন্দেগির নয়া সফর, তবে সফরের সীমা-সরহদ কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ মালুম। আমার পছন্দসই গল্প বা প্রবন্ধ আরবী, উর্দু, আংরেজি বা ফারসি থেকে তরজমা করে প্রকাশ করব। লিখা পড়ে ভুল-ত্রুটি বা আরও ভালো করার সুপরামর্শ দিতে ইচ্ছা করেন, তাহলে মেহেরবানি করে এ...