ব্যাপকভাবে চারিত্রিক মূল্যবোধকে 'মানবসত্ত্বা' ভেবে নিয়ে সেটাকে 'সার্বজনীন' ধারণা মনে করা হয়; কিন্তু এইটা নিছক এক চিন্তাগত বিভ্রান্তি (confusion) ছাড়া কিছুই না। এই চিন্তাধারায় উত্তমতার কিছু কন্সেপ্টকে (যেমন সত্য বলা) 'মৌলিক মানবিক মানবিক মূল্যবোধ' ধরে নিয়ে সেটাকেই মানবতার বহিঃপ্রকাশ বলে স্বীকৃতি দেওয়া হয়। অধিকন্তু এসব মৌলিক চারিত্রিক মূল্যবোধকে এই অর্থে দীন-ধর্মের ঊর্ধ্বে বলা হয় যে নিজের সঠিকতার জন্য এইটা ধর্মীয় দলীল-প্রমাণাদির প্রতি নির্ভরশীল না; বরং নিজের সঠিকতা আপন সত্ত্বার মাঝেই অন্তর্নিহিত। এছাড়াও এই কন্সেপ্টগুলোকে সমস্ত দীন-ধর্মে এই কারণেই পরিচিত করানো হয় যে এইটা সার্বজনীন মানবিক মূল্যবোধ।
পূর্বোল্লিখিত বিভ্রান্তির কারণ হচ্ছে, মোরাল কন্সেপ্টগুলোকে উদ্দেশ্যস্থল থেকে বিলকুল ভিন্ন কর্মপন্থার কন্সেপ্ট (procedural good) ধরে নেওয়া। তাই, এই ভিন্ন procedural good এর উপর ভিত্তি করে সত্য বলা, আমানতদারী-বিশ্বস্থতা, আন্তরিক অভিপ্রায় (খুলুসে নিয়ত) ইত্যাদি মূল্যবোধকে আপনাআপনিভাবে এগুলোকে উত্তম মনে করা হয় সেইসব মূল্যবোধের বিপরীতে, যেসব মূল্যবোধ কোনও উদ্দেশ্যের মাধ্যমে হাসিল হয়। এই কারণেই এমনসব বাক্য বলা হয় যে "আমাদের এইসব মূল্যবোধ ধারণ করা উচিৎ, দীন-ধর্ম বলে এইজন্য না; বরং এইগুলো মাত্রই উত্তম বিষয়" অথবা "এইসব মূল্যবোধ যার মধ্যে আছে সে-ই ভালো মানুষ, চাই সে দীন-ধর্ম মানুক বা না মানুক" কিংবা "এই মূল্যবোধগুলো মানো, চাই আল্লাহ পাক বলছে সে হিসাবে মানো বা মানবিক উত্তমতা হিসাবে মানো", এই সমস্ত বাক্যগুলোর মধ্যে এইটা ধরে নেওয়া হয় যে সত্য বলা, আমানতদারী-বিশ্বস্থতা গ্রহণ করা যেন আল্লাহর সন্তুষ্টি বা অন্য কোন উদ্দেশ্যে (পুঁজিবাদী মুনাফার জন্য) গ্রহণ করার চেয়ে সত্ত্বাগতভাবে উত্তম।
YOU ARE READING
তরজমাশালা
Randomএটি আমার জিন্দেগির নয়া সফর, তবে সফরের সীমা-সরহদ কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ মালুম। আমার পছন্দসই গল্প বা প্রবন্ধ আরবী, উর্দু, আংরেজি বা ফারসি থেকে তরজমা করে প্রকাশ করব। লিখা পড়ে ভুল-ত্রুটি বা আরও ভালো করার সুপরামর্শ দিতে ইচ্ছা করেন, তাহলে মেহেরবানি করে এ...