খাসলত বনাম আদব

1 0 0
                                    

Photo Credit: Dorothea OLDANI

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

Photo Credit: Dorothea OLDANI


এক বাদশা তাঁর উজিরকে সওয়াল করলেন, 'খাসলত আদবের ওপর প্রাধান্য পায় নাকি আদব খাসলতের ওপর?'

উজির বলল, 'অবশ্যই খাসলত আদবের ওপর প্রাধান্য পায়। কারণ খাসলত মৌল এবং আদব গৌণ। আর প্রত্যেক গৌণ তার মৌলের প্রতি প্রত্যাবর্তনশীল।'

তারপর বাদশা নিজের জন্য জন্য শরাবের হুকুম করলেন আর এমন একটা বিড়াল হাজির করলেন যেটার হাতে মোমবাতি নিয়ে বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে, নড়াচড়ার লেশমাত্র নেই। বাদশা বললেন, 'হেহে, তুমি তো খাসলতের প্রবলতার প্রবক্তা, এবার দেখো তাহলে।' উজির রাত অব্দি অবকাশ চাইলেন, বাদশা রাজি হলেন।

রাতের বেলা। উজির একটা ইঁদুর ধরে পায়ে সুতা বেঁধে আস্তিনের মধ্যে নিল। সোজা সাঁইসাঁই করে হাঁটতে হাঁটতে শাহি দরবারে হাজির হল। এবার বিড়ালকে মোমবাতি সমেত হাজির করলে উজির আস্তে করে ইঁদুরটা ছেড়ে দিল। যেই না ইঁদুরটা বিড়ালের নজরে আসল অমনি মোমবাতি ছুড়ে ফেলে শুরু হয়ে গেল ইঁদুরের পিছে ধাওয়ানো নামক 'খাসলত', অথচ এদিকে সে মোমবাতির আগুনে ঘর প্রায় পুড়ে যাওয়ার উপক্রম।

তারপর উজির বাদশার কাছে গিয়ে বলল, 'এবার দেখুন জাহাঁপনা, কীভাবে খাসলত জয়ী হয় আর গৌণ মৌলের প্রতি ধাবিত হয়।' বাদশা বললেন, 'হ্যাঁ, তুমি ঠিকই বলছিলে উজির সাহেব।'


(প্রখ্যাত আরবি গল্পগুচ্ছের সমাহার 'নাফহাতুল ইয়ামান' থেকে ভাষান্তরিত)

তরজমাশালাWhere stories live. Discover now