রাখাল ও ছাগল

1 0 0
                                    

Artwork: Milo Winter (1919)

Oops! Ang larawang ito ay hindi sumusunod sa aming mga alituntunin sa nilalaman. Upang magpatuloy sa pag-publish, subukan itong alisin o mag-upload ng bago.

Artwork: Milo Winter (1919)


একদিন খুব ঠাণ্ডা আর ঝড় হচ্ছিল, রাখাল তার ছাগলগুলোকে হেফাজতে রাখার জন্য গুহায় ঢুকিয়ে দিল। সেখানে আবার আগ থেকেই কিছু বুনো ছাগল ছিল। রাখালটা বুনো ছাগলগুলোকেও নিজের পালে শামিল করতে চাইল, এজন্য বুনো ছাগলগুলোকে আচ্ছামত খেতে দিল আর আগের ছাগলগুলোকে খেতে দিল জান বাঁচানো পরিমাণ।

আবহাওয়া সাফ হওয়ার পর যখন রাখাল ছাগলগুলোকে খাওয়ানোর জন্য গুহা থেকে বের করল, বুনো ছাগলগুলো নিজেদের পাহাড়ে চলে গেল। এমন নিমকহারামি দেখে রাখাল বলল, "তোমাদের খাওয়ানো আর সুব্যবহারের তাহলে এই রকম শোকরগুজারী?" তখন ওদের মধ্যকার এক বুনো ছাগলের জবাব: "আমাদেরকে তোমার পালে থাকার দিবাস্বপ্ন দেখো না। বোঝা হয়ে গেছে যে পরে আমাদের সাথে কেমন ব্যবহার করবে যখন আবার আমাদের মত নতুন কেউ শামিল হবে।"


নসীহত: নতুনদের জন্য পুরানো দোস্তদের সাথে খারাপ ব্যবহার করা বোকামি।



(Aesop's Fables for Children থেকে অনূদিত)


তরজমাশালাTahanan ng mga kuwento. Tumuklas ngayon