পর্ব-৫

411 17 0
                                    

হাসানের স্ত্রীকে নিয়ে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম।তারপর ইংরেজিতে বললাম,"Young lady,in which language we should talk?"
সে মিষ্টি হেসে বলল,"আমি বাংলা বুঝতে পারি।হালকা বলতেও পারি।"
আমি বললাম,"ঠিকাছে।আমি যা যা জানতে চাইব সব ঠিক ঠিক বলবে।"
জবাবে সে শুধু একটু মাথা নাড়ল।
-নাম?
-Scarlett.
- আমার ছেলেও কি এটা বলে ডাকে?
-না।
-কি বলে ডাকে?
-Sorry,I can't spell that.
-আচ্ছা,পরিবারের সবাই তোমায় আনিকা বলে ডাকবে।ঠিক আছে?
-জ্বি।
-তোমার বাবা মা কোথায়?
-আমেরিকা।
-এই বিয়ে মেনে নিয়েছে?
-না।
-নেওয়ার সম্ভাবনা আছে?
-না।মুসলমান না হলে নিত।এখন নেবে না।
-তারা...
-Christian.
-হুম।এই দেশে মানিয়ে নিতে পারবে?
এই পর্যায়ে এসে সে কঠিন গলায় বলল,"We're not going to live here."
আমি নির্লিপ্ত ভঙ্গিতে বললাম,"কি বললে?"
সে বলল,"I don't want my daughter to live here.She deserves the best."
বিরক্ত লাগলেও বুঝলাম যে আমার আসলে কিছুই করার নেই।তারপরও বললাম,"তুমি কি আরেকবার ভেবে দেখবে?"
সে কঠিন গলায় বলল,"না।"
আমি কি বলব খুঁজে পেলাম না।হঠাৎ দেখলাম মেয়েটা কাঁদছে।কাঁদতে কাঁদতেই বলল,"আমার মেয়ে ছাড়া আমার কেউ নেই।আপনার ছেলেও না।As a mother,Can't I want the best for her?Don't get me wrong,I beg."
আমি মেয়েটার মাথায় হাত রেখে বললাম,"আমি তোমাকে ভুল বুঝিনি।তোমাকে আমি পূর্ণ সমর্থন করলাম।তোমরা মেয়ের নাম কি রেখেছ?"
সে ধরা গলায় বলল,"তৃষা।"

প্রিয়Where stories live. Discover now