পর্ব-১৭

289 12 0
                                    

ঝুমুরের সাথে বেশ কিছুক্ষণ কথা হলো।ও কথা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে বাইরে বেরিয়ে গেল।বলল যে ওর ডিবেট কম্পিটিশনে আজ ফাইনাল রাউন্ড হবে।তাই ওর ফিরতে দেরি হবে।তবে হাসানের সাথে ওর কথা হয়েছে।হাসান যাবে ওকে আনতে।তারপর আমি আনিকার কাছে গেলাম।ওর সাথে কথা শুরু করার সাথে সাথেই বুঝতে পারলাম আমার ছেলের সাথে ওর ঝামেলা চলছে।আমি ওকে কয়েকবার এই ব্যাপারটা জিজ্ঞাসা করেও জবাব পেলাম না।একসময় আনিকা অফিসে চলে গেল।আনিকা যাওয়ার পর আমি সারা বাড়ি ঘুরে দেখলাম।আমার ছেলে ঘর সাজানোর ব্যাপারে উদাসীন হলেও আনিকা বেশ শৌখিন মনে হচ্ছে।সব জিনিস দেখতে দেখতে বেশ রাত হয়ে গেল।এখনও ওরা কেউ ফেরে নি।আমি নামাজ শেষ করে ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম।সবার প্রথমে ফিরে এলো আমার ছেলে।

-ভালো আছো মা?

-হুম।

-বাকি সবাই কোথায়?

-আনিকা অফিসে।

-What about my angel?

-তুমি জানো না তোমার মেয়ে কোথায়?

-না তো!

-ডিবেট...

-Oh my God!!! I was committed to attend there from the beginning ... I completely forgot!!... I had to pick her...

-শান্ত হও।

-I can't... She is gonna kill me... Driver...Where the hell has he gone?

-তুমি নিজে গাড়ি চালিয়ে কেন যাচ্ছ না?

-Oh yes!!... I can do that myself...

ঠিক সেই সময় আনিকা এলো।ও বললো,"কি ব্যাপার?লাফাচ্ছো কেন?"
হাসান আনিকার কাছে গিয়ে দ্রুত বলতে লাগল,"Trisha... Debate... I had to go.... But I forgot...ok bye... I will be back soon...sorry... We will be back soon... "
আনিকা বসতে বসতে আমাকে বলল,"আপনি বসুন মা।আপনার ছেলে প্রায় সময়ই কাজের চাপে ফ্যামিলিকে ভুলে যায়।"
আমি বললাম,"ঝুমুরতো বেশ রাগ করেছে নিশ্চয়ই.. "
আনিকা একটু হেসে বলল,"You will see."
আমি একটু থেমে আবার বললাম,"বাড়ি তো বেশ সুন্দর সাজিয়েছো।"
আনিকা কিছুক্ষণ হেসে তারপর বলল, "এই বাড়ির সম্পূর্ন ইন্টেরিয়র ডিজাইন ঝুমুরের করা, আর এই সব জিনিসপত্রও ওর নিজে পছন্দ করে কেনা।"
প্রায় একঘন্টা পর ঝুমুর আর হাসান ফিরল।ঝুমুরের গলায় মেডেল,হাতে সার্টিফিকেট।

-Ridiculous dad!

-I am extremely sorry...

-What sorry... You are just...Impossible!!!

-Look... I can explain...

-Shut up dad!!! I told you to go there... But you completely forgot!!...                How?

-But...

-Oh come on!!.. You never forget anything about your business... But you forget your daughter's word...

-I am really sorry...

-I am not going to forgive you...

-Please angel...

-Fine...Then bring me a rabbit... I will forgive you..

-I hate rabbits..

-Did anyone say anything?

-I meant to say... I will surely bring that... Have you forgiven me now?

আমি অবাক হয়ে আমার ছেলে কিছুক্ষণ দেখলাম।এই ছেলে কখনোই শান্তভাবে কথা বলতে পারে না, অল্পতেই বিরক্ত হয়।অথচ নিজের মেয়ের সামনে সামান্য গলা উঁচু করে কথা বলতে পারছে না।
ঝুমুরকে দেখলাম কিছুক্ষণ চুপ থেকে তারপ‌‌‌‌‌‌‌‌র হাসানের গলায় মেডেলটা পরিয়ে দিয়ে বলল,"হয়তো।"
তারপর আনিকাকে জরিয়ে ধরে বলল,"You know mom...Today's competition was a blast... We easily won... "
আনিকা বলল, "Always do such things which will make me feel proud... "
ঝুমুর একটু হেসে বলল,"দিম্মা কিন্তু আজ আমার সাথে শোবে।"
আনিকা বলল, "সে দেখা যাবে।But now go and get fresh... "

প্রিয়Where stories live. Discover now