-কফি খাবে?
-না।
-তো কি খাবে? চা খাবে?
-নাহ্।
-তো কি পানি...
-আহ্ থামবি!
-নাহ্।
-বিরক্ত করছিস কেন?
-বিরক্ত করছি না।
-তো কি করছিস?
-কিছু না।
এটা বলেই ঝুম একদম চুপ করে গেল।তারপর হঠাৎ করে বলল, "স্বর্ণা কি রেহানের ব্যাপারে কিছু বলেছে?
আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম।আমার আগেই বোঝা উচিত ছিল যে ও সব কিছু জানবে।আমি বললাম, না।ও কি বলবে...!
তৃষা কোনো কথা না বলে চুপচাপ আমার ঘর থেকে চলে গেল।খানিকবাদেই আবার এসে বলল, দিম্মা তুমি জীবনে কি কি অন্যায় করেছ?
আমি ওর মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম ও কি বোঝাতে চাইছে।তারপর বললাম, অন্যায়ের কি আর ঠিক আছে? কত অন্যায় না জেনে করি!
তৃষা মুখ বাঁকিয়ে বলল, বলতে চাও না তো! আচ্ছা থাক্।আমি আমারটা বলি... কেমন?
আমি শুধু একটু মাথা নাড়ালাম।তৃষা বলতে লাগল, আমার জানামতে অন্যের সাথে অন্যায় আমি আমার জীবনে খুব কম করেছি।তবে নিজের সাথে আমি প্রচুর অন্যায় করেছি।আচ্ছা বাদ দাও।দিম্মা তুমি আমার রেহানের কথা জানতে চাও? আমি জানি তুমি ওকে পছন্দ করতে না, কিন্তু তারপরও... শুনবে?
আমি ওর মাথায় হাত রেখে শুধু বললাম, বল্!
তৃষা বলতে শুরু করল.... ..