পর্ব-২৬

217 9 0
                                    

-হোলা দিম্মা।

-হুম।

-Mannerless!

-কি?

-কিছু না।কি কর?

-সেলাই।

-আমাকে শিখাবে?

-পারবি না।

-Don't underestimate me!

-আচ্ছা।চেষ্টা করে দেখ।

তৃষা কিছুক্ষণ সুঁই নিয়ে নাড়াচাড়া করে রেখে দিল।তারপর আমাকে বলল, দিম্মা একটা প্রশ্ন করি?

আমি সেলাই থেকে চোখ না ফিরিয়ে বললাম, হুম বল।

তৃষা বলল, মনে কর, তুমি জানো যে তোমার একটা বড় শারিরীক সমস্যা আছে যেটা কখনো ঠিক হবে না।তো তুমি এ অবস্থায় কি করতে? নিজেকে গুঁটিয়ে নিতে নাকি সকলের কাছ থেকে কথাটা লুকিয়ে স্বাভাবিক ব্যবহার করতে নাকি কারো সাথে ব্যাপারটা নিয়ে কথা বলতে না সকলকে জানিয়ে দিতে এই ব্যাপারটা?

আমি মুখ তুলে বললাম, তুই এমন অদ্ভূত কথা কেন জিজ্ঞেস করছিস?

ও অপ্রস্তুত হয়ে বলল, না না... কিছু না।এমনি।

এটুকু বলেই তৃষা খানিকটা পালিয়েই চলে গেল।আমি অনেকক্ষণ দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম।

প্রিয়Where stories live. Discover now