চায়ের প্রসঙ্গ যেন বেশী দূর না যায় তাই রান্নাঘরের দিকে রওনা হলাম।যেতে শুনলাম ঝুমুর আর ওর দাদু কথা বলছে।
-আচ্ছা দাদু ....
-বল ঝুমি।
-এই চা আর কফি যদি মিক্স করা হয় তবে এই চিনিও তো একদম মিশে যাবে।তাই না?
-তাই তো হওয়ার কথা।
-মিশিয়ে দেখা যাক তাহলে।
-এই কাপটা বড়।এটাতে মেশা।
-আচ্ছা দাদু,এই চা আর কফির মিক্সকে কি বলা যায় বলো তো?
-অবশ্যই চাফি।
-গুড জব দাদু।
এরপর আর শুনতে পেলাম না।ততক্ষণে রান্নাঘরে চলে এসেছি।দ্রুত রান্না শেষ করে শাওয়ার নিয়ে নামাজে বসলাম।নামাজ শেষ করে টেবিলে খাবার দিলাম।খাওয়া শেষ করে ঝুমুর নিজের ঘরে গিয়ে গান শুনতে বসল।বনুর বাবা গাড়ি নিয়ে কোথায় যেন গেল।আর আমি নিজের ঘরে এসে একটা বই নিয়ে বসলাম।ঝুমুরের ঘর থেকে লাউড মিউজিকের শব্দ আসছে।এই মেয়েটা যে কি না!একবার ভাবলাম গিয়ে বলি ভলিউম লো করতে।পরক্ষণেই মনে হলো না থাক্,দরকার নেই।
বই পড়ায় মন দিলাম।বই পড়তে পড়তে আবার সেই পুরোনো কথা মনে করতে লাগলাম।