পর্ব-৩০

215 10 0
                                    

- একটা শাড়ি কেনার জন্য এত কেন ঘুরতে হবে? 
-পছন্দ হচ্ছে না তো!
-ভালো করে তো তুই কোনো জায়গায় দেখছিসই না...
-উফ্! এতো অস্থির হচ্ছো কেন?
-আচ্ছা বাবা।যা খুশি কর!

ঝুম আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে একসময় বলল, চলো, শাড়ি কেনা লাগবে না।আইসক্রীম খাবো!
আমি কিছু না বলে ওর পেছন পেছন চলতে লাগলাম।ও দুটো আইসক্রীম নিয়ে একটা আমার হাতে দিয়ে বলল, চলো, এবার বাসায় যাওয়া যাক্।
ও গাড়িতে উঠে অনেক স্পীডে গাড়ি চালাতে শুরু করল।আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম।একটা সময় দেখলাম গাড়ি পার্কিং করা হয়ে গেছে।ও কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে গেল।আমি ও গাড়ি থেকে নামলাম।আমি নামার সাথে সাথে ও গাড়ি লক করে আমার জন্য অপেক্ষা না করেই সিঁড়ি দিয়ে উঠতে শুরু করল।আমি কিছুক্ষণ ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর লিফটে চড়লাম।স্বাভাবিক ভাবেই ঝুম আমার আগেই বাসায় ঢুকেছে।

বাসায় ঢুকে দেখলাম ও চুপচাপ ডাইনিং টেবিলে বসে আছে।দেখে মনে হচ্ছে কিছু ভাবছে।আমি গিয়ে ওর কাঁধে হাত রাখতেই ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল।

কাঁদতে কাঁদতেই বলল, 'আমি কি কখনোই ওকে ভুলতে পারব না? আমি ক্লান্ত হয়ে গেছি।আমি আর কত কষ্ট পাব?

আমি ওর মাথায় হাত রেখে বললাম, "হয়ত তুই ভুলতে চাচ্ছিস না বলেই পারছিস না।

ও নিজেকে ছাড়িয়ে আস্তে আস্তে বলল, তাও হতে পারে।আমি চাচ্ছি না।কিন্তু কেন চাচ্ছি না? আমি তো ওকে ভালোবাসি না।

আমি ওকে বললাম, শুধু ভালোবাসলেই কি মনে রাখতে হয়? নয়তো রাখা যায় না?
শোন্, তুই ওকে ভুলতে চাস্ না, কারন ও তোর খুব ভালো বন্ধু ছিল।শুধু ওর কাছেই তুই তোর মনের সব কথা শেয়ার করতি, ওর কাছে তুই তোর সব সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করতি, হয়তো ও সমাধান দিতেও পারত।
এটুকু বলে আমি ঝুমের দিকে তাকালাম।তাকিয়ে দেখি ও অন্যদিকে তাকিয়ে আছে।
তারপর হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলল, 'আমি রাতে কিছু খাবো না।তোমার খাওয়ার হলে খেয়ে ঘুমিয়ে যেও।আর আমাকে আর বিরক্ত করবে না আজকে।'

আমি ওকে বললাম, আমি শোব তোর কাছে?

ও ঠান্ডা গলায় বলল, 'তার কোনো প্রয়োজন তো আমি দেখতে পাচ্ছি না।তাছাড়া চিন্তার কিছু নেই।আমি সুইসাইড করার চেষ্টা করব না।

আমি তাড়াতাড়ি করে বললাম, আমি এটা বোঝাই নি... আমি এমনি বলছিলাম...

ও আমাকে কথার মাঝখানে থামিয়ে বলল, কৈফিয়ত চাই নি।গুড নাইট।

এটুকু বলেই ও নিজের রুমে চলে গেল।আমি জানি এখন ও অনেকটা সময় একা একা কাঁদবে।তারপর কিছুক্ষণ ওপরওয়ালার কাছে আক্ষেপ করবে।সারারাত অতীত নিয়ে ভাববে আর কষ্ট পাবে।আর আমি এতো কিছু জেনেও কিছু করতে পারব না।হঠাৎই খুব মন খারাপ হতে লাগল।

প্রিয়Where stories live. Discover now