পর্ব-৩

546 19 0
                                    

ভাবনায় ছেদ পড়ল বনুর বাবার ডাক শুনে।
-অহনা!
-বল।
-আমাকে দ্রুত এক কাপ চা আর ঝুমিকে এককাপ কফি দাও।
এটা শুনেই আমার মনে পড়ল আমার রান্না হয়নি।তাড়াহুড়ো করে চুলায় পানি বসিয়ে রান্না চড়ালাম।তারপর রিমার হাতে চা আর কফি পাঠিয়ে দিলাম।
হঠাৎ শুনি বনুর বাবার চিৎকার।
-অহনা!!
আমি ছুটে গিয়ে জিজ্ঞেস করলাম,"কি ব্যাপার?"
-আমি কি এতই গরিব অহনা?
-মানে?
-Don't I deserve some sugar?
-উফ্!বুঝিয়ে বলবে প্লিজ?
-মানে আমার কি এতই খারাপ অবস্থা যে আমি চায়ে চিনিও খেতে পারব না?
আমি কিছু বলতে যাবো তার আগেই দেখি ঝুমুর এদিকে আসছে।
-আরে দিম্মা!!কি খবর?
-ভালো।
-তা আমার কাপে কয় কিলো চিনি দিয়েছো সেটা বলবে প্লিজ?
-কি!!
-জ্বি...কিছু চিনি মিক্স হয়েছে।কিছু সাসপেনশন হিসেবে তলায় পড়েছে।তাই বললাম কয় কিলো দিয়েছো?
দ্রুত হিসেব মিলাতে লাগলাম।আসলে ঝুমুর খায় চিনি ছাড়া ব্ল্যাক কফি আর ওর দাদু চায়ে প্রচুর চিনি খায়।
আমি এই দুটো মিশিয়ে একদম...কপাল আমার!

প্রিয়Where stories live. Discover now