-দিম্মা!!!!!
-ব্যস্ত আছি।
-এতো কিসের ব্যস্ততা?এদিকে এসো প্লিজ!!!
-উফ্!আচ্ছা,আসছি!!
রান্নাটা প্রায় হয়েই গিয়েছিল।এই সময়ে শুরু হলো এই মেয়ের ডাকাডাকি।চুলা বন্ধ করে গেলাম ওর ঘরে। জিজ্ঞেস করলাম,এতো চিৎকার করছিস কেন?
নির্বিকার ভঙ্গিতে বলল,মন চাচ্ছে।
-মানে কি?
-কিছু না।
-কিছু না মানে?আমাকে যে আসতে বললি!!
-এমনি।তুমি যাও।কাজ আছে না তোমার?কাজ করো।
-কিন্তু....
-প্লিজ যাও।তোমাকে কড়া কথা বলতে ভালো লাগে না...দরজা লাগিয়ে চলে যাও।
কিছুক্ষণ তাকিয়ে রইলাম এই মেয়ের দিকে।তারপর দরজা চাপিয়ে চলে এলাম।
কিন্তু আর কাজে মন বসাতে পারছি না...শুধু মনে হচ্ছে কি হলো মেয়েটার...এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আমার অতি আদরের নাতনি ঝুমুর।দুনিয়ার সব মানুষকেই এই মেয়ে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে।বয়স বেশি না।এখনো বিয়ে হয়নি কিংবা হয়েছে।আসলে এই মেয়েকে বোঝা অনেক কঠিন ব্যাপার।সব কিছুতেই পাগলামি,সব কিছু নিয়ে দুষ্টুমি করা হলো এই মেয়ের অতি প্রিয় কাজ।আবার এই মেয়ে কতটা কঠিন হতে পারে তা কাছ থেকে না দেখলে বোঝা যায় না।
এর জন্ম এই দেশে না।আমেরিকায়...ওর মা আমেরিকান।কত দিন হলো এই সংসার করছি।কিন্তু আর দশটা সংসারের মতো আমার সংসার কেন যে স্বাভাবিক হলো না...কে জানে!
এসব ভাবতে ভাবতে হঠাৎ সেই পুরোনো কথা মনে পড়তে লাগল...