১৬

530 27 2
                                    

#অভিসারক_ও_অভিসারিণী
লেখা- #AbiarMaria

#১৬

জামানের সাথে গাড়িতে উঠে বসে ফারহা ঠান্ডা গলায় বলল,
"আমরা কোথায় যাচ্ছি?"
"বাসায় থেকে থেকে তোমার হাড্ডি-গুড্ডিতে জং ধরে গিয়েছে। সেই জং ছোটাতে এক যায়গায় যাচ্ছি, ফিজিক্যাল এক্সারসাইজ করাবো"
"এতটাও জং পড়েনি যেভাবে বলছেন!"
"পড়েছে পড়েছে। জং কতটা পড়েছে, সেটা ওখানে গেলেই দেখা যাবে"

ফারহা মুখ গোঁজ করে বসে থাকলো। বেশ কিছু সময় পর জামান এক যায়গায় পার্ক করল। ফারহাকে ইশারা করলে ও নামলো। জামান পেছনের বক্স থেকে দুই জোড়া স্কেটিং জুতো বের করল। ফারহা অবাক হয়ে প্রশ্ন করল,
"এই জুতা? এই জুতা পরে কোথায় কি করব?"
"চলো চলো!"
ফারহা অবাক হয়ে এতক্ষণে চারপাশে খেয়াল করল। চারপাশে শুধু শ্বেতশুভ্র বরফের চাদরে প্রকৃতি ঢেকে গেছে। মনে হচ্ছে যেন এটা একটা মেঘের দেশ, মেঘগুলো আকাশ থেকে নেমে এসে মাটিও দখল করেছে। গাছের পাতার চাইতে বরফের সমাহারই ডালের অধিকাংশ দখল করে আছে। ছবিতে বহুবার দেখলেও নিজের চোখে পৃথিবী ভরা শুভ্রতা দেখে অবাক লাগছে খুব। জামান ওর হাত ধরতেই চিন্তার জগৎ থেকে ফারহা বেরিয়ে আসলো।
"জুতো পরো?"
"এই জুতো কিভাবে পরে? আমি তো আগে পরিনি কখনো"
"তুমি কি জুতো পরতে পারো না? মানে সিরিয়াসলি?"
"আমি ফিতা ওয়ালা জুতা জীবনেও পরি নাই!"
জামান চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো ওর দিকে।
"তাহলে ছোটবেলা কেডস পরতে কিভাবে?"
"আম্মু বেঁধে দিত। বড় হয়ে ফিতা ওয়ালা গুলো কিনি নি, পরিও নি!"
"তুমি একটা অকর্মার ঢেঁকি ফারহা, এটা কি জানো? শুধু হাতে পায়েই বড় হইছ, কাজের কাজ কিচ্ছু পারো না"
"লিসেন, এত কথা শোনানোর কিছু নাই! আমি এমন অনেক কিছুই পারি যেগুলা আপনি পারেন না। আমিও তখন আপনাকে অকর্মার ঢেঁকি ডাকব!"
"হাহ! তুমি পারো শুধু পাহাড় ঠেলতে আর ঝগড়া করতে। এইসব বাজে বাজে কাজ আমার পারতেও হবে না!"

ফারহা কিছু বলতে মুখ খুলবে, এ সময় দেখল জামান নিচু হয়ে ওর পায়ে হাত দিয়ে ফেলেছে। ফারহা প্রতিবাদ করতে গিয়ে উলটো ধমক খেলো।
"পা উঠাচ্ছো না কেন? এমনিতেই দেরী করছ আজ! পা উঠাও!"
ওর পায়ে জামানের হাত লাগার সাথে সাথে শরীর কেঁপে উঠল। নাহ, এই জামানের সাথে আগের জামানের সামান্য একটুও মিল নেই। আগের জামানের একটু মনোযোগ পাওয়ার জন্য নির্লজ্জের মত দিনের পর দিন তার আত্মসম্মান বিসর্জন পূর্বক নিজের অনুভূতির এজহার করে গেছে। এখনের জামানের কাছে কিছু চাওয়ার আগেই করে দিচ্ছে, তাও আবার এমন ভাবে যেন জামান ওর বয়ফ্রেন্ড। অথচ এই ছেলেকে কিনা সে রিজেক্ট করেছে প্রায় বছর তিনেক আগে! হয়ত জামান ওকে আজও ভালোবাসে বলেই...! ফারহা আলতোভাবে জামানের কাঁধে হাত রেখে ভারসাম্য রক্ষা করছে। জামান দক্ষ হাতে ওর পায়ের বুট জোড়া খুলে স্কেটিং শু পরিয়ে ফিতা বেঁধে দিল। উঠে দাঁড়িয়ে বলল,
"চলো!"
"আমি পারি না তো!"
"কেউ মায়ের পেট থেকে স্কেটিং শিখে আসে না। এক মিনিট দাঁড়াও"

অভিসারক ও অভিসারিণী Donde viven las historias. Descúbrelo ahora